সরকারের বিভিন্ন রূপ
⮞⮞প্রশ্ন:১
ভারতে সর্বোচ্চ হল—
(a) সংবিধান
(b) কেন্দ্রীয় সরকার
(c) শাসন বিভাগ
(d) শাসন ও আইন বিভাগ
উত্তর: A
⮞⮞প্রশ্ন:২
ভারতের কোনাে রাজ্য সরকার তার শাসনবিভাগীয় ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কীসের সঙ্গে সঙ্গতি রক্ষা করতে বাধ্য হয় ?
(a) কেন্দ্রীয় নির্দেশের সঙ্গে
(b) কেন্দ্রীয় আদেশের সঙ্গে
(c) কেন্দ্রীয় আইনের সঙ্গে
(d) কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে
উত্তর: C
⮞⮞প্রশ্ন:৩
ভারতে কোন্ রাজ্যের আলাদা সংবিধান আছে ?
(a) সিকিম
(b) কেরল
(c) জম্মু ও কাশ্মীর
(d) পশ্চিমবঙ্গ
উত্তর: C
⮞⮞প্রশ্ন:৪
ভারতে এ যাবৎ জারি করা হয়নি—
(a) জাতীয় জরুরি অবস্থা
(b) আর্থিক জরুরি অবস্থা
(c) রাজ্যের জরুরি অবস্থা
(d) শাসনতান্ত্রিক অচলাবস্থা
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৫
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মর্যাদার অধিকারী—
(a) সংবিধান
(b) আইনসভা
(c) সরকার
(d) রাষ্ট্রপতি
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৬
ভারতে চালু আছে—
(a) একনাগরিকত্ব
(b) দ্বিনাগরিকত্ব
(c) এক বা দ্বিনাগরিকত্ব উভয়ই
(d) বহু নাগরিকত্ব
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৭
সংবিধানের কত নং ধারা অনুসারে ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি হয় ?
(a) ৩৫২
(b) ৩৫৫
(c) ৩৫৬
(d) ৩৬০
উত্তর: D
⮞⮞প্রশ্ন:৮
দ্বৈত নাগরিকত্ব আছে—
(a) ভারতে
(b) মার্কিন যুক্তরাষ্ট্রে
(c) জাপানে
(d) কানাডায়
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৯
ভারতের রাজ্যস্তরে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘােষণা করা হয় সংবিধানের কত নং ধারা অনুসারে ?
(a) ৩৫২
(b) ৩৫৫
(c) ৩৫৬
(d) ৩৬০
উত্তর: C
⮞⮞প্রশ্ন:১০
সংবিধানে ভারত রাষ্ট্রকে পরিচয় দেওয়া হয়েছে—
(a) আধা-যুক্তরাষ্ট্র হিসেবে
(b) যুক্তরাষ্ট্র হিসেবে
(c) রাজ্যসংঘ হিসেবে
(d) সমবায়ী যুক্তরাষ্ট্র হিসেবে
উত্তর: C
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
👉সরকারের বিভিন্ন রূপ সেট ২[PREV]
👉সরকারের বিভিন্ন রূপ সেট ৪[NEXT]
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
Comments
Post a Comment