নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
গণতন্ত্রে সার্বভৌম হল—
(a) সরকার
(b) জনগণ
(c) দল
(d) গােষ্ঠী
উত্তর: B
✔️প্রশ্ন:২
সমাজতান্ত্রিক রাষ্ট্রে কাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় ?
(a) ব্যক্তির
(b) দলের
(c) গােষ্ঠীর
(d) সর্বহারার
উত্তর: D
✔️প্রশ্ন:৩
একনায়কতন্ত্র কীরুপ সার্বভৌমিকতার ওপর প্রতিষ্ঠিত ?
(a) লােকায়ত
(b) ব্যক্তিগত
(c) দলগত
(d) গােষ্ঠীগত
উত্তর: B
✔️প্রশ্ন:৪
ভারত একটি—
(a) গণতান্ত্রিক দেশ
(b) একনায়কতান্ত্রিক দেশ
(c) সামরিক দেশ
(d) স্বৈরতান্ত্রিক দেশ
উত্তর: A
✔️প্রশ্ন:৫
কোন্ দার্শনিক একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন ?
(a) হেগেল
(b) মার্কস
(c) মিল
(d) রুশাে
উত্তর: A
✔️প্রশ্ন:৬
যে শাসনব্যবস্থায় যাবতীয় সরকারি ক্ষমতা কোনাে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির হাতে থাকে তাকে বলে—
(a) একনায়কতন্ত্র
(b) গণতন্ত্র
(c) সমাজতন্ত্র
(d) স্বৈরতন্ত্র
উত্তর: A
✔️প্রশ্ন:৭
কীরূপ শাসনব্যবস্থায় মন্ত্রী-পরিষদ আইনসভার নিম্নকক্ষের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?
(a) রাষ্ট্রপতি-শাসিত
(b) মন্ত্রীপরিষদ-চালিত
(c) সামরিক গােষ্ঠী পরিচালিত
(d) একনায়কতন্ত্র শাসিত
উত্তর: B
✔️প্রশ্ন:৮
সম্মিলিত গণতন্ত্রের আদর্শ নিদর্শন হল—
(b) মন্ত্রীপরিষদ-চালিত
(c) সামরিক গােষ্ঠী পরিচালিত
(d) একনায়কতন্ত্র শাসিত
উত্তর: B
✔️প্রশ্ন:৮
সম্মিলিত গণতন্ত্রের আদর্শ নিদর্শন হল—
(a) সুইজারল্যান্ড
(b) ভারতবর্ষ
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল সাফল্য লাভ করেছিল—
(b) ভারতবর্ষ
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল সাফল্য লাভ করেছিল—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) এথেন্সে
(d) স্পার্টায়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকাজে অংশ নেয় তাকে কীরূপ গণতন্ত্র বলে ?
(b) ফ্রান্সে
(c) এথেন্সে
(d) স্পার্টায়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকাজে অংশ নেয় তাকে কীরূপ গণতন্ত্র বলে ?
(a) প্রত্যক্ষ
(b) পরোক্ষ
(c) সমাজতান্ত্রিক
(d) জনগণতান্ত্রিক
উত্তর: A
(b) পরোক্ষ
(c) সমাজতান্ত্রিক
(d) জনগণতান্ত্রিক
উত্তর: A
*********************************************************
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ২[PREV]
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৪[NEXT]
*********************************************************
Comments
Post a Comment