পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
গণতন্ত্রে সার্বভৌম হল—
(a) সরকার
(b) জনগণ
(c) দল
(d) গােষ্ঠী
উত্তর: B
✔️প্রশ্ন:২
সমাজতান্ত্রিক রাষ্ট্রে কাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় ?
(a) ব্যক্তির
(b) দলের
(c) গােষ্ঠীর
(d) সর্বহারার
উত্তর: D
✔️প্রশ্ন:৩
একনায়কতন্ত্র কীরুপ সার্বভৌমিকতার ওপর প্রতিষ্ঠিত ?
(a) লােকায়ত
(b) ব্যক্তিগত
(c) দলগত
(d) গােষ্ঠীগত
উত্তর: B
✔️প্রশ্ন:৪
ভারত একটি—
(a) গণতান্ত্রিক দেশ
(b) একনায়কতান্ত্রিক দেশ
(c) সামরিক দেশ
(d) স্বৈরতান্ত্রিক দেশ
উত্তর: A
✔️প্রশ্ন:৫
কোন্ দার্শনিক একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন ?
(a) হেগেল
(b) মার্কস
(c) মিল
(d) রুশাে
উত্তর: A
✔️প্রশ্ন:৬
যে শাসনব্যবস্থায় যাবতীয় সরকারি ক্ষমতা কোনাে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির হাতে থাকে তাকে বলে—
(a) একনায়কতন্ত্র
(b) গণতন্ত্র
(c) সমাজতন্ত্র
(d) স্বৈরতন্ত্র
উত্তর: A
✔️প্রশ্ন:৭
কীরূপ শাসনব্যবস্থায় মন্ত্রী-পরিষদ আইনসভার নিম্নকক্ষের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?
(a) রাষ্ট্রপতি-শাসিত
(b) মন্ত্রীপরিষদ-চালিত
(c) সামরিক গােষ্ঠী পরিচালিত
(d) একনায়কতন্ত্র শাসিত
উত্তর: B
✔️প্রশ্ন:৮
সম্মিলিত গণতন্ত্রের আদর্শ নিদর্শন হল—
(b) মন্ত্রীপরিষদ-চালিত
(c) সামরিক গােষ্ঠী পরিচালিত
(d) একনায়কতন্ত্র শাসিত
উত্তর: B
✔️প্রশ্ন:৮
সম্মিলিত গণতন্ত্রের আদর্শ নিদর্শন হল—
(a) সুইজারল্যান্ড
(b) ভারতবর্ষ
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল সাফল্য লাভ করেছিল—
(b) ভারতবর্ষ
(c) ব্রিটেন
(d) ফ্রান্স
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রাচীনকালে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল সাফল্য লাভ করেছিল—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) এথেন্সে
(d) স্পার্টায়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকাজে অংশ নেয় তাকে কীরূপ গণতন্ত্র বলে ?
(b) ফ্রান্সে
(c) এথেন্সে
(d) স্পার্টায়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকাজে অংশ নেয় তাকে কীরূপ গণতন্ত্র বলে ?
(a) প্রত্যক্ষ
(b) পরোক্ষ
(c) সমাজতান্ত্রিক
(d) জনগণতান্ত্রিক
উত্তর: A
(b) পরোক্ষ
(c) সমাজতান্ত্রিক
(d) জনগণতান্ত্রিক
উত্তর: A
*********************************************************
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ২[PREV]
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৪[NEXT]
*********************************************************

Comments
Post a Comment