ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
“ইতিহাস হল ঈশ্বরের কার্যাবলির বিবরণ” উক্তিটি হল—
(a) প্রুধোর
(b) অগাস্টিনের
(c) পগগিওর
(d) বার্কলের
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:২
নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন—
(a) রমেশচন্দ্র মজুমদার
(b) রণজিৎ গুহ
(c) লাদুরি
(d) জন স্টুয়ার্ট মিল
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৩
একজন যুক্তিবাদী ঘরানার ঐতিহাসিক হলেন—
(a) ভিনসেন্ট স্মিথ
(b) ভলতেয়ার
(c) সেন্ট অগাস্টিন
(d) র্যাঙ্কে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৪
‘দি হিস্ট্রি অব দি ডিক্লাইন অ্যান্ড ফল অব দি রােমান এম্পায়ার’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) র্যাঙ্কে
(b) বিউরি
(c) এডওয়ার্ড গিবন
(d) নেবুর
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৫
‘আধুনিক ইতিহাস তত্ত্বের জনক’ বলা হয়—
(a) ব্রদেলকে
(b) র্যাঙ্কেকে
(c) বিউরিকে
(d) গিবনকে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৬
ইতিহাসে মার্কসবাদী ব্যাখ্যার প্রবক্তা কার্ল মার্কস ছিলেন—
(a) ইতালীয় দার্শনিক
(b) জার্মান দার্শনিক
(c) ব্রিটিশ দার্শনিক
(d) ভারতীয় দার্শনিক
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৭
র্যাঙ্কে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন—
(a) ধর্মীয়
(b) যুক্তিবাদী
(c) সাম্রাজ্যবাদী
(d) জাতীয়তাবাদী
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৮
ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন—
(a) হেরােডােটাস
(b) থুকিডিডিস
(c) প্লিনি
(d) ইবনে খালদুন
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৯
ইতিহাসের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন—
(a) জেমস মিল
(b) রজনীপাম দত্ত
(c) র্যাঙ্কে
(d) টয়েনবি
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:১০
আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল—
(a) দি অরিজিন অব স্পিসিস
(b) দাস ক্যাপিটাল
(c) দি প্রিন্স
(d) স্টাডি অব হিস্ট্রি
উত্তর: D
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৬[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৮[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment