ভারতের স্বাভাবিক উদ্ভিদ
📙প্রশ্ন:১
মরুজাতীয় উদ্ভিদ হল :
(a) ফার
(b) ফণীমনসা
(c) রােডােডেনড্রন
উত্তর: ফণীমনসা ।
📙প্রশ্ন:২
লম্বা ও ছুঁচোলো প্রকৃতির গাছ দেখা যায় :(a) সুন্দরবন অঞ্চলে
(b) মরু অঞ্চলে
(c) পার্বত্য অঞ্চলে
উত্তর: পার্বত্য অঞ্চলে ।
📙প্রশ্ন:৩
ভারতে বনভূমির পরিমাণ সর্বাধিক হল :(a) পশ্চিমবঙ্গে
(b) অসমে
(c) মধ্যপ্রদেশে
উত্তর: মধ্যপ্রদেশে ।
📙প্রশ্ন:৪
ম্যাপল একটি :(a) পর্ণমোচী বৃক্ষ
(b) সরলবর্গীয় বৃক্ষ
(c) চিরসবুজ
উত্তর: পর্ণমোচী বৃক্ষ ।
📙প্রশ্ন:৫
হুগলি নদীর মােহনায় যে গাছটি বেশি দেখা যায় সেটি হল :(a) পাইন
(b) শিশু
(c) সুন্দরী
উত্তর: সুন্দরী ।
📙প্রশ্ন:৬
অরণ্য একটি :(a) প্রবাহমান সম্পদ
(b) ক্ষয়মান সম্পদ
(c) পুনর্ভব সম্পদ
উত্তর: পুনর্ভব সম্পদ ।
📙প্রশ্ন:৭
ছােটোনাগপুর মালভূমিতে বৃক্ষ জন্মায় :(a) পর্ণমােচী
(b) চিরসবুজ
(c) সরলবর্গীয় বৃক্ষ
উত্তর: পর্ণমােচী ।
📙প্রশ্ন:৮
ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি :(a) মুসৌরিতে অবস্থিত
(b) নৈনিতাল-এ অবস্থিত
(c) উত্তরাঞ্চলের দেরাদুন-এ অবস্থিত
উত্তর: উত্তরাঞ্চলের দেরাদুনে-এ অবস্থিত ।
📙প্রশ্ন:৯
ভারতের যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১০০-২০০ সেমি সেখানে দেখা যায় :(a) চিরহরিৎ উদ্ভিদ
(b) আর্দ্র পর্ণমােচী উদ্ভিদ
(c) শুষ্ক পর্ণমােচী উদ্ভিদ
উত্তর: আর্দ্র পর্ণমােচী উদ্ভিদ ।
📙প্রশ্ন:১০
ভারতের যে ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তা হল :(a) পাতাঝরা উদ্ভিদ
(b) সরলবর্গীয় উদ্ভিদ
(c) চিরসবুজ উদ্ভিদ
উত্তর: পাতাঝরা উদ্ভিদ ।
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
👉ভারতের স্বাভাবিক উদ্ভিদ - সেট ১[PREV]
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
Comments
Post a Comment