নাগরিকতা
✔️প্রশ্ন:১
‘সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয়’-কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) গ্রিন
(c) বার্কার
(d) মিল
উত্তর: B
✔️প্রশ্ন:২
ভারতে স্বীকৃত হয়েছে—
(a) দ্বিনাগরিকত্ব
(b) একনাগরিকত্ব
(c) কেন্দ্রীয় নাগরিকত্ব
(d) রাজ্য নাগরিকত্ব
উত্তর: B
✔️প্রশ্ন:৩
নাগরিক নয় এমন দেশবাসী কীরূপ অধিকার ভােগ করতে পারে ?
(a) পৌর
(b) রাজনৈতিক
(c) নির্বাচিত হওয়ার
(d) নির্বাচিত করার
উত্তর: A
✔️প্রশ্ন:৪
রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে ?
(a) নাগরিককে
(b) বিদেশিকে
(c) নাগরিক ও বিদেশি উভয়কে
(d) দেউলিয়া বা উন্মাদগ্রস্ত ব্যক্তিকে
উত্তর: B
✔️প্রশ্ন:৫
সিকিমের জনগণ কীভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করে ?
(a) জন্মসূত্রে
(b) সমষ্টিগত অনুমােদন পদ্ধতিতে
(c) দেশীয়করণ পদ্ধতিতে
(d) রক্তের সম্পর্ক নীতিতে
উত্তর: B
✔️প্রশ্ন:৬
রাজনৈতিক অধিকার ভোগ করে —
(a) মন্ত্রীরা
(b) নাগরিকরা
(c) বিদেশিরা
(d) নাগরিক ও বিদেশি উভয়ই
উত্তর: B
✔️প্রশ্ন:৭
নাগরিকের অধিকার—
(a) সীমাহীন
(b) নিয়ন্ত্রিত
(c) আংশিক নিয়ন্ত্রিত
(d) আংশিক সীমিত
উত্তর: B
✔️প্রশ্ন:৮
ভােটাধিকার আছে—
(a) শুধু পুরুষদের
(b) মন্ত্রীদের
(c) শুধু নাগরিকদের
(d) নাগরিক ও বিদেশি উভয়েরই
উত্তর: C
✔️প্রশ্ন:৯
একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না,একাধিক—
(a) পৌরসভার
(b) রাজ্যের
(c) রাষ্ট্রের
(d) সংঘের
উত্তর: C
✔️প্রশ্ন:১০
ভােটদানের অধিকার একটি কীরূপ অধিকার ?
(a) সামাজিক
(b) পৌর
(c) রাজনৈতিক
(d) অর্থনৈতিক
উত্তর: C
************************************************************
👉নাগরিকতা সেট ১[PREV]
👉নাগরিকতা সেট ৩[NEXT]
************************************************************
Comments
Post a Comment