এশিয়া মহাদেশের নদনদী ও হ্রদ
প্রশ্ন:১
ইনিসি উৎপন্ন হয়েছে :
(a) আলতাই পর্বত থেকে
(b) খিনগান পর্বত থেকে
(c) সয়ান পর্বত থেকে
উত্তর: সয়ান পর্বত থেকে ।
প্রশ্ন:২
ইরাবতী ও সালুয়েন নদী দুটি পতিত হয়েছে :
(a) চিন সাগরে
(b) মার্তাবান উপসাগরে
(c) পারস্য উপসাগরে
উত্তর: মার্তাবান উপসাগরে ।
প্রশ্ন:৩
মেকং নদীটি পতিত হয়েছে :
(a) দক্ষিণ চিন সাগরে
(b) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে
(c) পারস্য উপসাগরে
উত্তর: দক্ষিণ চিন সাগরে ।
প্রশ্ন:৪
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি উৎপন্ন হয়েছে :
(a) আর্মেনীয় মালভূমি থেকে
(b) ইউনান মালভূমি থেকে
(c) কুয়েনলুন পর্বত থেকে
উত্তর: আর্মেনীয় মালভূমি থেকে ।
প্রশ্ন:৫
একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হল :
(a) নর্মদা
(b) গােদাবরী
(c) আমুদরিয়া
উত্তর: আমুদরিয়া ।
প্রশ্ন:৬
ওব নদীটি উৎপন্ন হয়েছে :
(a) আলতাই পর্বত থেকে
(b) সয়ান পর্বত থেকে
(c) হিন্দুকুশ পর্বত থেকে
উত্তর: আলতায় পর্বত থেকে ।
প্রশ্ন:৭
ইরাবতী ও সালুয়েন নদী দুটি :
(a) দক্ষিণ বাহিনী
(b) পূর্ব বাহিনী
(c) উত্তর বাহিনী
উত্তর: দক্ষিণ বাহিনী ।
প্রশ্ন:৮
এশিয়া মহাদেশের ওব একটি :
(a) পূর্ব বাহিনী নদী
(b) উত্তর বাহিনী নদী
(c) দক্ষিণ বাহিনী নদী
উত্তর: উত্তর বাহিনী নদী ।
প্রশ্ন:৯
এশিয়ার দীর্ঘতম নদী হল :
(a) গঙ্গা
(b) ইয়াংসি-কিয়াং
(c) আমুর
উত্তর: ইয়াংসি-কিয়াং ।
প্রশ্ন:১০
লেনা নদীটি পতিত হয়েছে :
(a) বৈকাল হ্রদে
(b) লাপ্টেভিক উপসাগরে
(c) কাস্পিয়ান সাগরে
উত্তর: লাপ্টেভিক উপসাগরে ।
Comments
Post a Comment