ভারতের শিল্প
প্রশ্ন:১
ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতাবিশিষ্ট লৌহ-ইস্পাত কারখানাটি হল :
(a) জামসেদপুর
(b) ভিলাই
(c) বিশাখাপত্তনম
উত্তর: ভিলাই ।
প্রশ্ন:২
কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত এশিয়ায় :
(a) প্রথম স্থান অধিকার করে
(b) দ্বিতীয় স্থান অধিকার করে
(c) তৃতীয় স্থান অধিকার করে
উত্তর: তৃতীয় স্থান অধিকার করে ।
প্রশ্ন:৩
চেন্নাই-এ অবস্থিত বৃহদায়তন ট্রাক নির্মাণ কারখানাটি হল :
(a) মারুতি
(b) ফোর্ড
(c) অশােক লেল্যান্ড লিমিটেড
উত্তর: অশােক লেল্যান্ড লিমিটেড।
প্রশ্ন:৪
ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হল :
(a) জামসেদপুর
(b) মুম্বই
(c) আমেদাবাদ
উত্তর: আমেদাবাদ।
প্রশ্ন:৫
সরকারি উদ্যোগে নির্মিত স্পঞ্জ আয়রন তৈরির কারখানা আছে :
(a) অন্ধপ্রদেশের কাথাগুদামে
(b) ঝাড়খণ্ডের বােকারােতে
(c) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে
উত্তর: অন্ধপ্রদেশের কাথাগুদামে ।
প্রশ্ন:৬
TISCO অবস্থিত ?
(a) জামসেদপুরে
(b) ভদ্রাবতীতে
(c) ভিলাই-য়ে
উত্তর: জামসেদপুরে ।
প্রশ্ন:৭
ভারতে রেল বগী তৈরি করা হয় :
(a) বারাণসীতে
(b) ব্যাঙ্গালুরুতে
(c) পেরাম্বুরে
উত্তর: পেরাম্বুরে ।
প্রশ্ন:৮
কয়লাখনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এরকম একটি লৌহ-ইস্পাত কারখানা হল :
(a) দুর্গাপুর
(b) রাউরকেল্লা
(c) ভিলাই
উত্তর: দুর্গাপুর ।
প্রশ্ন:৯
দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র :
(a) মাদুরাই
(b) চেন্নাই
(c) কোয়েম্বাটোর
উত্তর: কোয়েম্বাটোর ।
প্রশ্ন:১০
ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে :
(a) কানপুরে
(b) এলাহাবাদে
(c) বারাণসীতে
উত্তর: বারাণসীতে ।
**************************************************************
👉ভারতের শিল্প সেট ২[NEXT]
**************************************************************
Comments
Post a Comment