মৌলিক অধিকার ও কর্তব্য
⮞⮞প্রশ্ন:১
সংবাদপত্রের স্বাধীনতা হল কীরূপ স্বাধীনতার অন্তর্ভুক্ত ?
(a) বাক্ ও মতামত প্রকাশের
(b) শিক্ষার
(c) সাম্যের
(d) ধর্মের
উত্তর: A
⮞⮞প্রশ্ন:২
ভারতের সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে—
(a) ৩২ নং ধারায়
(b) ৩৫ নং ধারায়
(c) ২৩ নং ধারায়
(d) ২৫ নং ধারায়
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৩
ভারতের সংবিধানে লেখ-এর সংখ্যা হল—
(a) ৫ টি
(b) ৭ টি
(c) ১০ টি
(d) ১১ টি
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৪
নিদের্শমূলক নীতিকে “সমাজ বিপ্লবের অধিকতর স্পষ্ট বিবৃতি” বলেছেন—
(a) গ্রেনভিল অস্টিন
(b) ল্যাস্কি
(c) জওহরলাল নেহরু
(d) আম্বেদকর
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৫
সাম্যের অধিকার ভারতের সংবিধানে স্বীকৃত হয়েছে—
(a) ১৪-১৮ নং ধারায়
(b) ১৯-২২ নং ধারায়
(c) ২৩-২৪ নং ধারায়
(d) ২৫-২৮ নং ধারায়
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৬
‘নিবর্তনমূলক আটক আইন’কে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য বলেছেন—
(a) আম্বেদকর
(b) জওহরলাল নেহরু
(c) জোহারি
(d) পাতঞ্জলি শাস্ত্রী
উত্তর: D
⮞⮞প্রশ্ন:৭
ভারতের সংবিধানে নিদের্শমূলক নীতির সংখ্যা হল—
(a) ১৭ টি
(b) ১৮ টি
(c) ২০ টি
(d) ২৫ টি
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৮
ভারত একটি কীরূপ রাষ্ট্র ?
(a) ধার্মিক
(b) অধার্মিক
(c) ধর্ম বিষয়ে উদাসীন
(d) ধর্মনিরপেক্ষ
উত্তর: D
⮞⮞প্রশ্ন:৯
সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছানুযায়ী স্কুল স্থাপন ও পরিচালনা করতে পারেন—
(a) ২৯ ধারা অনুযায়ী
(b) ৩০ ধারা অনুযায়ী
(c) ৩২ ধারা অনুযায়ী
(d) ৩৫ ধারা অনুযায়ী
উত্তর: A
⮞⮞প্রশ্ন:১০
সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বর্জিত হয়—
(a) ১৯৭৮ সালে
(b) ১৯৮০ সালে
(c) ১৯৮১ সালে
(d) ১৯৮২ সালে
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৫[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৭[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment