রাষ্ট্র
👉প্রশ্ন:১
রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন—
(a) কান্ট
(b) অ্যারিস্টটল
(c) হেগেল
(d) ফিকটে
উত্তর: A
👉প্রশ্ন:২
লক্ কোন্ ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন ?
(a) চরম
(b) নিয়মতান্ত্রিক
(c) স্বৈরতান্ত্রিক
(d) ধর্মীয়
উত্তর: B
👉প্রশ্ন:৩
রাষ্ট্রের সার্বভৌমিকতা—
(a) অভ্যন্তরীণ
(b) বাহ্যিক
(c) বাহ্যিক ও অভ্যন্তরীণ
(d) আন্তর্জাতিক
উত্তর: C
👉প্রশ্ন:৪
১৯৪৭ সালের ১৫ আগস্টের পূর্বে ভারত ছিল একটি—
(a) আধা রাষ্ট্র
(b) রাজ্য
(c) উপনিবেশ
(d) রাষ্ট্র
উত্তর: C
👉প্রশ্ন:৫
একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হল—
(a) সংঘের সদস্যপদ
(b) রাষ্ট্রের সদস্যপদ
(c) প্রতিষ্ঠানের সদস্যপদ
(d) রাজনৈতিক দলের সদস্যপদ
উত্তর: B
👉প্রশ্ন:৬
রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল—
(a) সরকার
(b) সার্বভৌমত্ব
(c) স্থায়িত্ব
(d) অখণ্ডতা
উত্তর: B
👉প্রশ্ন:৭
ঐশ্বরিক উৎপত্তিবাদ মতবাদটি হল—
(a) কাল্পনিক
(b) বৈজ্ঞানিক
(c) ঐতিহাসিক
(d) দার্শনিক
উত্তর: A
👉প্রশ্ন:৮
“রাষ্ট্র শ্রেণিশােষণের একটি যন্ত্রমাত্র।”—কথাটি কে বলেছেন ?
(a) রুশো
(b) মার্কস
(c) হেগেল
(d) বেত্থাম
উত্তর: B
👉প্রশ্ন:৯
বিবর্তনবাদ বলে রাষ্ট্র—
(a) ঈশ্বরসৃষ্ট
(b) চুক্তির দ্বারা সৃষ্ট
(c) সমাজের ক্রমবিবর্তনের ফল
(d) পারস্পরিক আলােচনার ফল
উত্তর: C
👉প্রশ্ন:১০
রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে ‘বলপ্রয়োেগ তত্ত্ব’ মতবাদটি—
(a) বৈজ্ঞানিক
(b) কাল্পনিক
(c) ঐতিহাসিক
(d) ঐশ্বরিক
উত্তর: B
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
👉রাষ্ট্র - সেট ৪[PREV]
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment