ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
‘অন্ধকার যুগ’ কথাটি প্রথম ব্যবহার করেছেন—
(a) সেন্ট লুই
(b) সেন্ট পল
(c) কার্ল মার্কস
(d) পেত্রার্ক
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:২
সংস্কৃতায়ন হল—
(a) আচার্য জগদীশচন্দ্র বসু কর্তৃক সমাজ-সংস্কৃতি বিষয়ক আলােচনা তত্ত্ব
(b) সংস্কৃত ভাষার রাষ্ট্রীয়করণ
(c) এম.এন.শ্রীনিবাস কর্তৃক সমাজ সংস্কৃতির বিভাজনতত্ত্ব
(d) সংস্কৃত ভাষাভাষীদের একীকরণ
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৩
ইউরােপে মধ্যযুগের স্থিতিকাল ছিল—
(a) পাঁচশাে বছর
(b) এক হাজার বছর
(c) দেড় হাজার বছর
(d) দু-হাজার বছর
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৪
ভারতে কোন্ যুগের অস্তিত্ব দেখা গেলেও ইউরোপের যুগবিভাগে তা অনুপস্থিত—
(a) লৌহ
(b) তাম্র-ব্রোঞ্জ
(c) আদি মধ্য
(d) আদি অন্ত
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৫
ভারতের ইতিহাসে মধ্যযুগের সূচনাকাল প্রাচীন যুগের অবসান কাল হল—
(a) ১১৫০ খ্রিস্টাব্দ
(b) ১২০৬ খ্রিস্টাব্দ
(c) ১২৫০ খ্রিস্টাব্দ
(d) ১৩০০ খ্রিস্টাব্দ
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৬
যুগ বিভাজনের ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশে—
(a) একই রকম
(b) দেশভিত্তিক
(c) প্রায় একইরকম
(d) পৃথক
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৭
ইউরোপে মধ্যযুগের সূচনা হয়—
(a) ৪২৬ খ্রিস্টাব্দে
(b) ৪৪৬ খ্রিস্টাব্দে
(c) ৪৭৬ খ্রিস্টাব্দে
(d) ৪৮৬ খ্রিস্টাব্দে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৮
আধুনিক ইউরােপের বৈশিষ্ট্য হল—
(a) পুঁজিবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ
(b) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, ভাববাদ, বস্তুবাদ
(c) দৃষ্টবাদ, মার্কসবাদ, জাতীয়তাবাদ
(d) যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা ও মানবমুক্তি
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৯
জাতি ও ধর্মের ভিত্তিতে কে প্রথম ইতিহাসের যুগকে বিভাগ করেছিলেন ?
(a) জেমস মিল
(b) জে.বেন্থাম
(c) ভি.এ.স্মিথ
(d) মর্টিমার হুইলার
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:১০
ইউরােপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তি কাল—
(a) ১৩৪৩ খ্রিস্টাব্দ
(b) ১৩৫৩ খ্রিস্টাব্দ
(c) ১৪৪৩ খ্রিস্টাব্দ
(d) ১৪৫৩ খ্রিস্টাব্দ
উত্তর: D
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৮[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ১০[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment