সরকারের বিভিন্ন রূপ
⮞⮞প্রশ্ন:১
অ্যারিস্টটল সমকালীন গ্রিসের প্রায় ক-টি সংবিধান পর্যালােচনা করে সরকারের শ্রেণিবিভাগ করেন ?
(a) ১৫৮
(b) ১৬০
(c) ১৭০
(d) ২০০
উত্তর: A
⮞⮞প্রশ্ন:২
সাধারণতন্ত্র কীসের বিপরীত রূপ ?
(a) গণতন্ত্রের
(b) রাজতন্ত্রের
(c) ধনতন্ত্রের
(d) সমাজতন্ত্রের
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৩
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ উদাহরণ হল—
(a) ইংল্যান্ড
(b) ভারত
(c) ইউ.এস.এ
(d) অস্ট্রেলিয়া
উত্তর: C
⮞⮞প্রশ্ন:৪
একটি জাতীয় রাজধানী অঞ্চলসহ বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল—
(a) ৬ টি
(b) ৭ টি
(c) ৮ টি
(d) ৯ টি
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৫
উদ্দেশ্যগত বিচারে অ্যারিস্টটল সরকারকে ক-টি শ্রেণিতে ভাগ করেন ?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উত্তর: A
⮞⮞প্রশ্ন:৬
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ক-টি শ্রেণির সরকার থাকে ?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৭
ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসৃত হয়েছে—
(a) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
(b) কানাডা থেকে
(c) অস্ট্রেলিয়া থেকে
(d) পূর্বতন সােভিয়েত ইউনিয়ন থেকে
উত্তর: B
⮞⮞প্রশ্ন:৮
যুক্তরাষ্ট্রে প্রাধান্য দেখা যায়—
(a) আইন বিভাগের
(b) সরকারের
(c) শাসন বিভাগের
(d) সংবিধানের
উত্তর: D
⮞⮞প্রশ্ন:৯
এককেন্দ্রিক শাসনব্যবস্থা আছে—
(a) ভারতে
(b) ফ্রান্সে
(c) কানাডাতে
(d) অস্ট্রেলিয়াতে
উত্তর: B
⮞⮞প্রশ্ন:১০
নামসর্বস্ব শাসক থাকে—
(a) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
(b) এককেন্দ্রিক ব্যবস্থায়
(c) রাষ্ট্রপতি-শাসিত ব্যবস্থায়
(d) সংসদীয় ব্যবস্থায়
উত্তর: D
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
👉সরকারের বিভিন্ন রূপ সেট ৩[PREV]
👉সরকারের বিভিন্ন রূপ সেট ৫[NEXT]
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
Comments
Post a Comment