[MCQ]Political Science||রাষ্ট্রবিজ্ঞান।।রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন।।সেট ৩।।www.solve.org.in
রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন
প্রশ্ন:১
সফিস্ট দার্শনিকেরা কোন্ দেশের চিন্তাবিদ ছিলেন ?
(a) গ্রিস
(b) রােম
(c) ইংল্যান্ড
(d) ফ্রান্স
উত্তর: A
প্রশ্ন:২
আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন—
(a) লক্
(b) রুশো
(c) গ্রিন
(d) ম্যাকিয়াভেলি
উত্তর: D
প্রশ্ন:৩
“রাজনীতি হল সমাজের প্রতিরূপ”—কে মনে করেন ?
(a) মিলার
(b) ইস্টন
(c) বেন্টলি
(d) উইলসন
উত্তর: A
প্রশ্ন:৪
নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন—
(a) প্লেটো
(b) সক্রেটিস
(c) ম্যাকিয়াভেলি
(d) অ্যারিস্টটল
উত্তর: C
প্রশ্ন:৫
কত খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়েছিল ?
(a) ১৭৭৬
(b) ১৭৮৯
(c) ১৭৯১
(d) ১৭৯৫
উত্তর: A
প্রশ্ন:৬
রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলােচনা করে ?
(a) সরকার
(b) রাষ্ট্র
(c) প্রকৃতি
(d) রাষ্ট্র ও সরকার
উত্তর: D
প্রশ্ন:৭
“রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ”—কে বলেছেন ?
(a) ডেভিড ইস্টন
(b) অ্যালান বল
(c) লাসওয়েল
(d) গেটেল
উত্তর: B
প্রশ্ন:৮
কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়ােগ ঘটে ?
(a) ১৭০১
(b) ১৮৯১
(c) ১৯০১
(d) ১৯০২
উত্তর: A
প্রশ্ন:৯
রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প বলেছেন—
(a) গার্নার
(b) গেটেল
(c) ম্যাকেঞ্জি
(d) বার্জেস
উত্তর: C
প্রশ্ন:১০
কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ?
(a) ১৬৮৮
(b) ১৬৮৯
(c) ১৬৯০
(d) ১৬৯১
উত্তর: A
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ২[PREV]
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ৪[NEXT]
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Comments
Post a Comment