ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
হায়ারােগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল ?
(a) মিশরের
(b) সুমেরের
(c) গ্রিসের
(d) মেসােপটেমিয়ার
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:২
পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল—
(a) ইলিয়াড
(b) গিলগামেশ
(c) রামায়ণ
(d) মহাভারত
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৩
রােজেটা ফলক কোন্ দেশে পাওয়া গেছে ?
(a) মিশর
(b) সুমের
(c) ব্যাবিলন
(d) চিন
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৪
হায়ারােগ্লিফিক লিপিতে ব্যবহৃত সর্বমােট চিত্রলিপির সংখ্যা—
(a) ৫৭০
(b) ৭৫০
(c) ৮৫০
(d) ৫৮০
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৫
প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি হল—
(a) চক্রাকার কাল
(b) রৈখিক কাল
(c) রৈখিক,চক্রাকার কাল
(d) কোনােটিই নয়
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ রাজা হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিলেন ?
(a) অশােক
(b) সমুদ্রগুপ্ত
(c) গৌতমীপুত্র সাতকর্ণি
(d) খারবেল
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৭
পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল—
(a) ইলিয়াড
(b) ওডিসি
(c) মহাভারত
(d) রামায়ণ
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৮
‘সােহগাের তাম্রলিপি’ আবিষ্কৃত হয়েছে—
(a) চিনে
(b) মিশরে
(c) সুমেরে
(d) ভারতে
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৯
রােমের ইতিহাসের রচয়িতা হলেন—
(a) লিভি
(b) ট্যাসিটাস
(c) ভার্জিল
(d) হােমার
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:১০
খ্রিস্টের জন্মের যত বছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তা হল—
(a) ২০০০
(b) ৪০০০
(c) ৫০০০
(d) ৭০০০
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৪[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৬[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment