আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতি হল—
(a) ২ শ্রেণির
(b) ৩ শ্রেণির
(c) ৪ শ্রেণির
(d) ৫ শ্রেণির
উত্তর: B
✔️প্রশ্ন:২
কীরূপ সরকারের জন্য নির্বাচন অপরিহার্য ?
(a) গণতান্ত্রিক
(b) একনায়কতান্ত্রিক
(c) স্বৈরতান্ত্রিক
(d) সামরিক
উত্তর: A
✔️প্রশ্ন:৩
আইনের উৎস হল—
(a) ৫ টি
(b) ৬ টি
(c) ৭ টি
(d) ৮ টি
উত্তর: B
✔️প্রশ্ন:৪
‘গণতন্ত্র' শব্দটির প্রথম প্রয়ােগ দেখা যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে—
(a) গ্রিসে
(b) ইংল্যান্ডে
(c) জার্মানিতে
(d) ফ্রান্সে
উত্তর: A
✔️প্রশ্ন:৫
মডার্ন ডিমােক্রেসিস গ্রন্থের রচয়িতা হলেন—
(a) ব্রাইস
(b) রুশো
(c) ল্যাস্কি
(d) মিল
উত্তর: A
✔️প্রশ্ন:৬
সম্মিলিত গণতন্ত্রের নিদর্শন হল—
(a) ভারত
(b) ব্রিটেন
(c) সুইজারল্যান্ড
(d) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: C
✔️প্রশ্ন:৭
কোনটি অধিকতর কাম্য ?
(a) একনায়কতন্ত্র
(b) স্বৈরতন্ত্র
(c) সামরিকতন্ত্র
(d) গণতন্ত্র
উত্তর: D
✔️প্রশ্ন:৮
“সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ।”—কে বলেছেন ?
(a) রুশো
(b) মার্কস
(c) ল্যাস্কি
(d) মন্তেস্কু
উত্তর: C
✔️প্রশ্ন:৯
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন—
(a) হবস
(b) লক্
(c) রুশো
(d) মন্তেস্কু
উত্তর: D
✔️প্রশ্ন:১০
মিশ্র গণতন্ত্রের উদাহরণ হল—
(a) ফ্রান্স
(b) ইতালি
(c) জার্মানি
(d) জাপান
উত্তর: A
***************************************************
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৬[PREV]
***************************************************
Comments
Post a Comment