ভারতের সংবিধান প্রণয়ন
📗প্রশ্ন:১
গণপরিষদের উদ্দেশ্য ছিল—
(a) একটি জাতীয় রাষ্ট্রগঠন করা
(b) একটি জাতীয় সরকার গঠন করা
(c) সংবিধানের খসড়া প্রণয়ন করা
(d) সংবিধান বিধিবদ্ধকরণ করা
উত্তর: C
📗প্রশ্ন:২
ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়—
(a) ক্যাবিনেট মিশন
(b) ক্রিপস মিশন
(c) কুপল্যান্ড পরিকল্পনা
(d) আগস্ট ঘােষণা
উত্তর: A
📗প্রশ্ন:৩
গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল—
(a) ২৬ নভেম্বর, ১৯৪৯
(b) ২৬ জানুয়ারি, ১৯৫০
(c) ২৬ জানুয়ারি, ১৯৪৯
(d) ২৫ জানুয়ারি, ১৯৪৯
উত্তর: A
📗প্রশ্ন:৪
গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন—
(a) গোপালস্বামী আয়েঙ্গার
(b) কে.এম.মুন্সি
(c) বাবাসাহেব আম্বেদকর
(d) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: C
📗প্রশ্ন:৫
লিখিত সংবিধানে প্রাধান্য থাকে—
(a) শাসন বিভাগের
(b) আইন বিভাগের
(c) রাষ্ট্রীয় সংগঠনের
(d) বিচার বিভাগের
উত্তর: D
📗প্রশ্ন:৬
ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হল—
(a) ৩৯৪
(b) ৩৯৫
(c) ৪০৫
(d) ৪৪৬
উত্তর: B
📗প্রশ্ন:৭
ভারতের সংবিধানে কীরূপ শাসনব্যবস্থা গৃহীত হয়েছে ?
(a) সংসদীয়
(b) আধা সংসদীয়
(c) আধা রাষ্ট্রপতি-শাসিত
(d) রাষ্ট্রপতি-শাসিত
উত্তর: A
📗প্রশ্ন:৮
সংবিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়—
(a) ৯ ডিসেম্বর, ১৯৪৬
(b) ১৪ আগস্ট, ১৯৪৭
(c) ১৫ আগস্ট, ১৯৪৭
(d) ১৪ আগস্ট, ১৯৪৬
উত্তর: A
📗প্রশ্ন:৯
ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে—
(a) ৩৬৮ নং ধারায়
(b) ৩৬৯ নং ধারায়
(c) ৩৭০ নং ধারায়
(d) ৩৭১ নং ধারায়
উত্তর: C
📗প্রশ্ন:১০
গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন—
(a) ড.রাজেন্দ্র প্রসাদ
(b) ড.সচ্চিদানন্দ সিংহ
(c) ড.বি.আর.আম্বেদকর
(d) আচার্য কৃপালনি
উত্তর: A
🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎
👉ভারতের সংবিধান প্রণয়ন সেট ১[PREV]
👉ভারতের সংবিধান প্রণয়ন সেট ৩[NEXT]
🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎
Comments
Post a Comment