ভারতের উৎপন্ন ফসল
📙প্রশ্ন:১
ভারতের প্রধান খাদ্য ফসলটি হল :
(a) ধান
(b) গম
(c) জোয়ার
উত্তর: ধান ।
📙প্রশ্ন:২
হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে তামিলনাড়ু অধিকার করে :
(a) প্রথম স্থান
(b) দ্বিতীয় স্থান
(c) তৃতীয় স্থান
উত্তর: প্রথম স্থান ।
📙প্রশ্ন:৩
ভারতের প্রধান পানীয় ফসল হল :
(a) চা
(b) কফি
(c) কোকো
উত্তর: চা ।
📙প্রশ্ন:৪
রবিশস্য চাষ হয় :
(a) গ্রীষ্মকালে
(b) বর্ষাকালের
(c) শীতকালে
উত্তর: শীতকালে ।
📙প্রশ্ন:৫
ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হল :
(a) ডাল
(b) আলু
(c) গম
উত্তর: গম ।
📙প্রশ্ন:৬
তুলা চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় :
(a) বেশি
(b) মাঝারি
(c) কম
উত্তর: মাঝারি ।
📙প্রশ্ন:৭
ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় :
(a) কলকাতা বন্দরের মাধ্যমে
(b) মুম্বাই বন্দরের মাধ্যমে
(c) চেন্নাই বন্দরের মাধ্যমে
উত্তর: কলকাতা বন্দরের মাধ্যমে।
📙প্রশ্ন:৮
দক্ষিণ ভারতের একটি বাগিচা ফসল হল :
(a) আখ
(b) তুলা
(c) রবার
উত্তর: রবার ।
📙প্রশ্ন:৯
একটি খারিফ শস্যের উদাহরণ হল :
(a) গম
(b) ধান
(c) চা
উত্তর: ধান ।
📙প্রশ্ন:১০
পাট চাষের জন্য প্রয়োজন হয় :
(a) নীচু সমতল জমি
(b) উঁচু ভূমি
(c) পাহাড়ের ঢাল
উত্তর: নীচু সমতল জমি ।
*********************************************************
👉ভারতের উৎপন্ন ফসল - সেট ১[PREV]
*********************************************************
Comments
Post a Comment