ভারতের শিল্প
প্রশ্ন:১
ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় :
(a) মহারাষ্ট্রে
(b) পশ্চিমবঙ্গে
(c) গুজরাটে
উত্তর: পশ্চিমবঙ্গে ।
প্রশ্ন:২
ভারতের ম্যানচেস্টার বলা হয় :
(a) আমেদাবাদকে
(b) কোয়েম্বাটোরকে
(c) মুম্বাইকে
উত্তর: আমেদাবাদকে।
প্রশ্ন:৩
মোটরগাড়ি নির্মাণ কারখানা আছে পশ্চিমবঙ্গের :
(a) হুগলি জেলায়
(b) হাওড়া জেলায়
(c) বর্ধমান জেলায়
উত্তর: হুগলি জেলায় ।
প্রশ্ন:৪
বর্ধমান জেলার চিত্তরঞ্জন হল, ভারতের অন্যতম :
(a) রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র
(b) মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র
(c) লৌহ-ইস্পাত নির্মাণ কেন্দ্র
উত্তর: রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র ।
প্রশ্ন:৫
আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে লৌহ-ইস্পাত কারখানাটি অবস্থিত :
(a) ভদ্রাবতীতে
(b) বিশাখাপত্তনমে
(c) বােকারােতে
উত্তর: ভদ্রাবতীতে ।
প্রশ্ন:৬
পশ্চিমবঙ্গের পেট্রো-রসায়ন শিল্প গড়ে উঠেছে :
(a) হলদিয়ায়
(b) বর্ধমানে
(c) দুর্গাপুরে
উত্তর: হলদিয়ায় ।
প্রশ্ন:৭
ভারতে সবচেয়ে বেশি কাপড়ের কল আছে :
(a) গুজরাট রাজ্যে
(b) তামিলনাড়ু রাজ্যে
(c) মহারাষ্ট্র রাজ্যে
উত্তর: গুজরাট রাজ্যে ।
প্রশ্ন:৮
হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটি হল :
(a) পাটশিল্প
(b) লৌহ-ইস্পাত শিল্প
(c) বস্ত্রশিল্প
উত্তর: পাটশিল্প।
প্রশ্ন:৯
পেট্রো-রসায়ন শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্যের :
(a) তারাপুরে
(b) থানেতে
(c) ট্রম্বেতে
উত্তর: ট্রম্বেতে ।
প্রশ্ন:১০
পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে :
(a) মহানদী নদীর উভয় তীরে
(b) গােদাবরী নদীর উভয় তীরে
(c) হুগলি নদীর উভয় তীরে
উত্তর: হুগলি নদীর উভয় তীরে ।
*************************************************************
👉ভারতের শিল্প সেট ১[PREV]
*************************************************************
Comments
Post a Comment