[MCQ]Political Science||রাষ্ট্রবিজ্ঞান।।রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন।।সেট ৪।।www.solve.org.in
রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন
প্রশ্ন:১
কার নামের সঙ্গে শ্রেণিসংগ্রামের ধারণা যুক্ত ?
(a) হেগেল
(b) মার্কস
(c) কান্ট
(d) হবস
উত্তর: B
প্রশ্ন:২
রাষ্ট্রবিজ্ঞানকে কোন্ বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয় ?
(a) প্রাকৃতিক বিজ্ঞান
(b) আবহবিদ্যার মতাে অসম্পূর্ণ বিজ্ঞান
(c) মানবিক বিজ্ঞান
(d) জীববিজ্ঞান
উত্তর: B
প্রশ্ন:৩
অ্যারিস্টটল কোন্ শতাব্দীর দার্শনিক ছিলেন ?
(a) তৃতীয়
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) ষষ্ঠ
উত্তর: B
প্রশ্ন:৪
রাষ্ট্রবিজ্ঞান হল একটি—
(a) সামাজিক বিজ্ঞান
(b) প্রাকৃতিক বিজ্ঞান
(c) রাজনৈতিক বিজ্ঞান
(d) অর্থনৈতিক বিজ্ঞান
উত্তর: A
প্রশ্ন:৫
সিস্টেম্যাটিক পলিটিকস (Systematic Politics) বইটির লেখক—
(a) স্পেন্সার
(b) ক্যাটলিন
(c) ডেভিড ইস্টন
(d) রবার্ট ডাল
উত্তর: B
প্রশ্ন:৬
রাষ্ট্রচিন্তার সুত্রপাত ঘটে—
(a) প্রাচীন গ্রিসে
(b) মিশরে
(c) রোমে
(d) ইরাকে
উত্তর: A
প্রশ্ন:৭
‘পলিটিকস’ শব্দটি ক-টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে ?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: C
প্রশ্ন:৮
রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের কোন্ দিক ?
(a) তত্ত্বগত
(b) ব্যাবহারিক
(c) অভ্যন্তরীণ
(d) বাহ্যিক
উত্তর: B
প্রশ্ন:৯
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন—
(a) লক্
(b) হবস
(c) ম্যাকিয়াভেলি
(d) অ্যান্ডারসন
উত্তর: C
প্রশ্ন:১০
সফিস্টরা ছিলেন প্রাচীন গ্রিসের একদল—
(a) চিন্তাবিদ
(b) শাসক
(c) রাজনীতিবিদ
(d) বণিক
উত্তর: A
============================================================
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ৩[PREV]
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ৫[NEXT]
============================================================
Comments
Post a Comment