মৌলিক অধিকার ও কর্তব্য
📚প্রশ্ন:১
কার মতে,সমষ্টিগত নৈতিক কল্যাণ সম্বন্ধে চেতনাসম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না ?
(a) মিলের
(b) গ্রিনের
(c) হবহাউসের
(d) ল্যাস্কির
উত্তর: B
📚প্রশ্ন:২
“যে কর্তব্য পালন করবে না, সে অধিকার ভােগ করতে পারবে না”—কে বলেছেন ?
(a) লাস্কি
(b) গ্রিন
(c) হবহাউস
(d) মিল
উত্তর: A
📚প্রশ্ন:৩
কোন্ অধিকার অবাধ নয় ?
(a) মানবাধিকার
(b) মৌলিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) রাজনৈতিক অধিকার
উত্তর: B
📚প্রশ্ন:৪
কেড়ে নেওয়া যায় না এরূপ অধিকার হল—
(a) মানবাধিকার
(b) নৈতিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) প্রাকৃতিক অধিকার
উত্তর: A
📚প্রশ্ন:৫
‘সমাজের বিরুদ্ধাচরণ করে আমি কোনাে অধিকার পেতে পারি না'—কে বলেছেন ?
(a) গ্রিন
(b) ল্যাস্কি
(c) হবহাউস
(d) বেন্থাম
উত্তর: B
📚প্রশ্ন:৬
অধিকার একটি—
(a) সামাজিক ধারণা
(b) নৈতিক ধারণা
(c) আইনগত ধারণা
(d) আন্তর্জাতিক ধারণা
উত্তর: A
📚প্রশ্ন:৭
ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ—
(a) ২ বছর
(b) ৫ বছর
(c) ৬ বছর
(d) ৭ বছর
উত্তর: B
📚প্রশ্ন:৮
মাদার টেরেসা ভারতের কীরূপ নাগরিক ছিলেন—
(a) স্বাভাবিক
(b) অর্জিত
(c) জন্মসূত্রে
(d) জন্মস্থান সূত্রে
উত্তর: B
📚প্রশ্ন:৯
রাজনৈতিক অধিকার ভােগ করে না—
(a) বিদেশিরা
(b) নাগরিকরা
(c) প্রজারা
(d) অধিবাসীরা
উত্তর: A
📚প্রশ্ন:১০
সর্বজনীন মানবাধিকার ঘােষণাপত্রটি একটি প্রস্তাবনাসহ ক-টি ধারায় বিস্তৃত ?
(a) ৩০ টি
(b) ৪১ টি
(c) ৫১ টি
(d) ৫২ টি
উত্তর: A
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ২[NEXT]
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Comments
Post a Comment