মৌলিক অধিকার ও কর্তব্য
📕প্রশ্ন:১
নৈতিক অধিকার গড়ে ওঠে কীসের ওপর ভিত্তি করে ?
(a) বিচারালয়ের রায়ের
(b) আইনের
(c) সামাজিক ন্যায়নীতিবােধের
(d) ধর্মীয় অনুশাসনের
উত্তর: B
📕প্রশ্ন:২
সর্বজনীন মানবাধিকারের ঘােষণা জাতিপুঞ্জের সাধারণ সভায় কত সালে গৃহীত হয়েছে ?
(a) ১৯৪৭
(b) ১৯৪৮
(c) ১৯৪৯
(d) ১৯৫০
উত্তর: B
📕প্রশ্ন:৩
আইনগত অধিকার হল—
(a) ২ প্রকারের
(b) ৩ প্রকারের
(c) ৪ প্রকারের
(d) ৬ প্রকারের
উত্তর: C
📕প্রশ্ন:৪
‘রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মাধ্যমেই রাষ্ট্রের স্বরূপ উপলদ্ধি করা যায়’—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) হবহাউস
(c) গ্রিন
(d) মিল
উত্তর: A
📕প্রশ্ন:৫
ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের আবশ্যিক সুযোগসুবিধাগুলিকে বলে—
(a) অধিকার
(b) মানবাধিকার
(c) নৈতিক অধিকার
(d) কর্তব্য
উত্তর: A
📕প্রশ্ন:৬
দাস,শ্রমিক এবং স্ত্রীলােকদের নাগরিক মর্যাদা দেওয়া হত না—
(a) প্রাচীন গ্রিসে
(b) রােমে
(c) মিশরে
(d) চিনে
উত্তর: A
📕প্রশ্ন:৭
কর্মের অধিকার—
(a) রাজনৈতিক অধিকার
(b) অর্থনৈতিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) ব্যক্তিগত অধিকার
উত্তর: B
📕প্রশ্ন:৮
সকল মানুষের অধিকার—
(a) মানবাধিকার
(b) আইনগত অধিকার
(c) মৌলিক অধিকার
(d) সাংবিধানিক অধিকার
উত্তর: A
📕প্রশ্ন:৯
কর প্রদান নাগরিকদের একটি—
(a) নৈতিক কর্তব্য
(b) কর্তব্য নয়
(c) স্বেচ্ছাধীন কর্তব্য
(d) আইনগত কর্তব্য
উত্তর: D
📕প্রশ্ন:১০
মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উল্লিখিত হয় কত সালে ?
(a) ১৯৪১
(b) ১৯৪৫
(c) ১৯৪৯
(d) ১৯৫০
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ১[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৩[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment