জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা
🟍প্রশ্ন:১
জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতি রাষ্ট্রের—
(a) উপাদান
(b) উপাদান নয়
(c) ভিত্তি
(d) ভিত্তি নয়
উত্তর: C
🟍প্রশ্ন:২
“জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত।”—উক্তিটি কার ?
(a) রবীন্দ্রনাথের
(b) রেনারের
(c) উইলসনের
(d) জিমাৰ্নের
উত্তর: B
🟍প্রশ্ন:৩
আত্মনিয়ন্ত্রণের অধিকার কীরূপ রাষ্ট্রের দাবিকে সমর্থন করে ?
(a) জাতিভিত্তিক
(b) বহুজাতিক
(c) উগ্র জাতিভিত্তিক
(d) বিবত জাতিভিত্তিক
উত্তর: A
🟍প্রশ্ন:৪
ভারতীয়রা একটি—
(a) জাতি
(b) জাতীয় জনসমাজ
(c) জাতীয় জনসমষ্টি
(d) জনসমষ্টি
উত্তর: A
🟍প্রশ্ন:৫
ভাষা জাতি গঠনের একটি—
(a) বৈশিষ্ট্য
(b) বস্তু
(c) উপাদান
(d) উপাদান নয়
উত্তর: C
🟍প্রশ্ন:৬
জাতীয় জনসমাজ ও জাতি—
(a) সমার্থক
(b) সমার্থক নয়
(c) বিপরীত
(d) পরিপূরক
উত্তর: B
🟍প্রশ্ন:৭
নীচের কোনটি উপেক্ষা করে আন্তর্জাতিকতার প্রতিষ্ঠা সম্ভব নয় ?
(a) আদর্শ জাতীয়তাবাদকে
(b) বিকৃত জাতীয়তাবাদকে
(c) উগ্র জাতীয়তাবাদকে
(d) জাতীয় জনসমাজকে
উত্তর: A
🟍প্রশ্ন:৮
সম্মিলিত জাতিপুঞ্জ (UNO) তৈরি হয়—
(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
(c) প্রথম বিশ্বযুদ্ধের পরে
(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
উত্তর: D
🟍প্রশ্ন:৯
বিকৃত জাতীয়তাবাদ—
(a) সাম্রাজ্যবাদের জনক
(b) সুস্থ সংস্কৃতির জনক
(c) বিশ্বশান্তির সহায়ক
(d) আন্তর্জাতিকতার সহযোগী
উত্তর: A
🟍প্রশ্ন:১০
“জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ।”—কে বলেছেন ?
(a) বার্ট্রান্ড রাসেল
(b) রবীন্দ্রনাথ
(c) উইলসন
(d) শেফার
উত্তর: B
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ৩[PREV]
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
Comments
Post a Comment