জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা
🟌প্রশ্ন:১
“একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হয়।”—কে বলেছেন ?
(a) মাৎসিনি
(b) হায়েস
(c) লর্ড ব্রাইস
(d) জিমার্ন
উত্তর: B
🟌প্রশ্ন:২
“উগ্র (বা বিকৃত) জাতীয়তাবাদ হল চরম অন্যায় ও অকল্যাণের প্রধান উৎস।”—কে বলেছেন ?
(a) জিমার্ন
(b) ল্যাস্কি
(c) হায়েস
(d)রােজ
উত্তর: C
🟌প্রশ্ন:৩
কোথায় নব-জাগরণ ও ধর্মসংস্কার আন্দোলনের ফলশ্রুতিস্বরূপ জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে ?
(a) ইউরােপে
(b) এশিয়ায়
(c) আফ্রিকায়
(d) লাতিন আমেরিকায়
উত্তর: A
🟌প্রশ্ন:৪
রাষ্ট্রবিজ্ঞানীদের মতে,রাষ্ট্র হল একটি—
(a) রাজনৈতিক ধারণা
(b) সামাজিক ধারণা
(c) ভাবগত ধারণা
(d) আইনগত ধারণা
উত্তর: D
🟌প্রশ্ন:৫
“জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতায় পৌঁছােনাের এক প্রশস্ত সরণি।”—কে বলেছেন ?
(a) জিমার্ন
(b) হায়েস
(c) উইলসন
(d) মাৎসিনি
উত্তর: A
🟌প্রশ্ন:৬
জাতি কীরূপ উপলদ্ধিবিশেষ ?
(a) মানসিক
(b) সামাজিক
(c) ভাবগত
(d) রাজনৈতিক
উত্তর: C
🟌প্রশ্ন:৭
এক জাতি এক রাষ্ট্রের নীতিকে তুলে ধরে—
(a) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার
(b) জাতীয়তাবাদ
(c) আর্ন্তজাতিকতাবাদ
(d) জাতীয় জনসমাজ
উত্তর: A
🟌প্রশ্ন:৮
জাতীয়তাবাদের ধারণা কোন্ সময়ে পূর্ণতা লাভ করে ?
(a) ফরাসি বিপ্লবের কালে
(b) গৌরবময় বিপ্লবের কালে
(c) অক্টোবর বিপ্লবের কালে
(d) শিল্প বিপ্লবের কালে
উত্তর: A
🟌প্রশ্ন:৯
কার মতে,জাতি বলতে বােঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট ?
(a) লর্ড ব্রাইসের
(b) লর্ড রোজবেরির
(c) হায়েসের
(d) মাৎসিনির
উত্তর: A
🟌প্রশ্ন:১০
রাষ্ট্র ও জাতি হল একে অপরের—
(a) পরিপূরক
(b) অনুপূরক
(c) বিপরীতধর্মী
(d) সমধর্মী
উত্তর: A
🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ২[PREV]
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ৪[NEXT]
🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌
Comments
Post a Comment