রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন
প্রশ্ন:১
রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন—
(a) গেটেল
(b) ম্যাকাইভার
(c) গার্নার
(d) মিল
উত্তর: C
প্রশ্ন:২
“মানুষ রাজনৈতিক প্রাণী” (' Man is a political animal')—এ কথা বলেছেন—
(a) প্লেটো
(b) অ্যারিস্টটল
(c) মার্কস
(d) এঙ্গেলস
উত্তর: B
প্রশ্ন:৩
রাষ্ট্রবিজ্ঞান নয়—
(a) মূল্যমান-নিরপেক্ষ
(b) রাজনীতি-নিরপেক্ষ
(c) ব্যক্তি-নিরপেক্ষ
(d) গােষ্ঠী-নিরপেক্ষ
উত্তর: A
প্রশ্ন:৪
রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন—
(a) ল্যাস্কি
(b) ডেভিড ইস্টন
(c) লক্
(d) রুশো
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহৃত হয় ?
(a) ১৭০১
(b) ১৮৯০
(c) ১৯১৮
(d) ১৯২১
উত্তর: A
প্রশ্ন:৬
রাষ্ট্রবিজ্ঞানকে একটি ‘প্রগতিশীল বিজ্ঞান’ ('Progressive science') বলেছেন—
(a) পােলক
(b) লর্ড ব্রাইস
(c) গেটেল
(d) লেনিন
উত্তর: B
প্রশ্ন:৭
রাষ্ট্রদর্শন হল রাষ্ট্রবিজ্ঞানের—
(a) ব্যাবহারিক দিক
(b) তত্ত্বগত দিক
(c) বাহ্যিক দিক
(d) অভ্যন্তরীণ দিক
উত্তর: B
প্রশ্ন:৮
উদারনীতিবাদ বিশ্বাস করে—
(a) শ্রেণিসংঘাতে
(b) শ্রেণিসমন্বয়ে
(c) শ্রেণিদমনে
(d) শ্রেণি-উত্থানে
উত্তর: B
প্রশ্ন:৯
উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা হলেন—
(a) ল্যাস্কি
(b) লক্
(c) গ্রিন
(d) মিল
উত্তর: B
প্রশ্ন:১০
আচরণবাদী তাত্ত্বিকরা গুরুত্ব আরােপ করে কেবলমাত্র—
(a) রাষ্ট্রের ওপর
(b) রাষ্ট্র ও ব্যক্তির ওপর
(c) ব্যক্তি ও গােষ্ঠীর আচরণের ওপর
(d) দলের ওপর
উত্তর: C
<><><><><><>
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ২[NEXT]
<><><><><><>
Comments
Post a Comment