ভারতের মৃত্তিকা
📕প্রশ্ন:১
ভারতীয় কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা হল :
(a) পলি মৃত্তিকা
(b) লােহিত মৃত্তিকা
(c) কৃষ্ণ মৃত্তিকা
উত্তর: পলি মৃত্তিকা ।
📕প্রশ্ন:২
ভারতের সমুদ্র উপকূলভাগে দেখা যায় :
(a) পলিমাটি
(b) ল্যাটেরাইট মাটি
(c) রেগুর মাটি
উত্তর: পলিমাটি ।
📕প্রশ্ন:৩
কৃষ্ণমৃত্তিকার জলধারণ ক্ষমতা :
(a) খুব কম
(b) মাঝারি
(c) খুব বেশি
উত্তর: খুব বেশি ।
📕প্রশ্ন:৪
তুলো চাষ ভালো হয় :
(a) কৃষ্ণ মৃত্তিকায়
(b) পাললিক মৃত্তিকায়
(c) লোহিত মৃত্তিকায়
উত্তর: কৃষ্ণ মৃত্তিকায় ।
📕প্রশ্ন:৫
ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় :
(a) রাজস্থানের মরুভূমিতে
(b) গাঙ্গেয় সমভূমিতে
(c) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলে
উত্তর: ছােটোনাগপুর মালভূমি অঞ্চলে ।
📕প্রশ্ন:৬
তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম :
(a) ভাঙ্গর
(b) খাদার
(c) ভাবর
উত্তর: ভাবর ।
📕প্রশ্ন:৭
সবচেয়ে উর্বর মাটি হল :
(a) রেগুর মাটি
(b) নদীবাহিত পলিমাটি
(c) ল্যাটেরাইট মাটি
উত্তর: নদীবাহিত পলিমাটি ।
📕প্রশ্ন:৮
প্লাবনভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলে :
(a) খাদার
(b) ভাঙ্গর
(c) ভুর
উত্তর: খাদার ।
📕প্রশ্ন:৯
ভারত সরকারের মৃত্তিকা গবেষণাগার আছে :
(a) পাটনায়
(b) দেরাদুনে
(c) ভূপালে
উত্তর: দেরাদুনে ।
📕প্রশ্ন:১০
উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরােনাে পলিমাটিকে বলে :
(a) ভাঙ্গর
(b) খাদার
(c) ভুর
উত্তর: ভাঙ্গর ।
🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌
👉ভারতের মৃত্তিকা - সেট ১[PREV]
🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌🟌
Comments
Post a Comment