নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
গণভােট কীরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি পদ্ধতি ?
গণভােট কীরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি পদ্ধতি ?
(a) প্রত্যক্ষ
(b) পরােক্ষ
(c) প্রতিনিধিত্বকারী
(d) অপ্রতিনিধিত্বকারী
(b) পরােক্ষ
(c) প্রতিনিধিত্বকারী
(d) অপ্রতিনিধিত্বকারী
উত্তর: A
✔️প্রশ্ন:২
নির্বাচকমণ্ডলী সক্রিয়ভাবে আইন প্রণয়ন করতে পারে—
(a) গণ-উদ্যোগ ব্যবস্থায়
(b) সাংবিধানিক-ব্যবস্থায়
(c) আইনসভায়
(d) জনসভায়
উত্তর: A
✔️প্রশ্ন:৩
বিশাল রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়—
(a) প্রত্যক্ষ গণতন্ত্র
(b) পরােক্ষ গণতন্ত্র
(c) সমাজতান্ত্রিক গণতন্ত্র
(d) উদারনৈতিক গণতন্ত্র
উত্তর: A
✔️প্রশ্ন:৪
হিটলারের নেতৃত্বে কীরূপ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
(a) ন্যাৎসিবাদী
(b) ফ্যাসিবাদী
(c) সাম্যবাদী
(d) সমাজবাদী
উত্তর: A
✔️প্রশ্ন:৫
মুসােলিনি,হিটলার ছিলেন—
(a) একনায়কতন্ত্রী
(b) গণতন্ত্রী
(c) সমাজতন্ত্রী
(d) স্বৈরতন্ত্রী
উত্তর: A
✔️প্রশ্ন:৬
গণতন্ত্র বলতে কাদের শাসন বােঝায় ?
(a) জনগণের
(b) শাসকের
(c) দলের
(d) গােষ্ঠীর
উত্তর: A
✔️প্রশ্ন:৭
গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃত হয়—
(a) স্বৈরাচারের নীতি
(b) সাম্যের নীতি
(c) নৈরাজ্যের নীতি
(d) সন্ত্রাসের নীতি
উত্তর: B
✔️প্রশ্ন:৮
ভারতের আইনসভা কীভাবে গঠিত হয় ?
(a) প্রত্যক্ষ
(b) পরােক্ষ
(c) মনােনয়ন
(d) অনুমােদনসিদ্ধ
উত্তর: B
✔️প্রশ্ন:৯
ব্যাক্তিস্বাধীনতার বিরােধী হল—
(a) গণতন্ত্র
(b) একনায়কতন্ত্র
(c) সমাজতন্ত্র
(d) জনগণতন্ত্র
উত্তর: B
✔️প্রশ্ন:১০
গণভােট,গণ-উদ্যোগ ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি রয়েছে—
(a) ভারতে
(b) ইংল্যান্ডে
(c) সুইজারল্যান্ডে
(d) ফ্রান্সে
উত্তর: C
******************************************************
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ২[NEXT]
******************************************************
Comments
Post a Comment