পশ্চিমবঙ্গের ভূগোল
প্রশ্ন:১
সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের :
(a) উত্তরের সমভূমি অঞ্চলে
(b) গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে
(c) সুন্দরবন অঞ্চলে
উত্তর: সুন্দরবন অঞ্চলে ।
প্রশ্ন:২
পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল :
(a) মহানন্দা
(b) দামােদর
(c) পিয়ালী
উত্তর: দামােদর ।
প্রশ্ন:৩
নিয়মিত জোয়ার-ভাটা হয় পশ্চিমবঙ্গের :
(a) মাতলা নদীটিতে
(b) লিস্ নদীটিতে
(c) সুবর্ণরেখা নদীটিতে
উত্তর: মাতলা নদীটিতে ।
প্রশ্ন:৪
অজয় নদীটি :
(a) বরফগলা জলে পুষ্ট
(b) জোয়ারের জলে পুষ্ট
(c) বৃষ্টির জলে পুষ্ট
উত্তর: বৃষ্টির জলে পুষ্ট ।
প্রশ্ন:৫
ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করা যায় :
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
উত্তর: ৩ টি ।
প্রশ্ন:৬
রূপনারায়ণ হল :
(a) কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম
(b) জলঙ্গী ও ভৈরব নদীর মিলিত প্রবাহের নাম
(c) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম
উত্তর: দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম ।
প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল :
(a) কাঞ্চনজঙ্ঘা
(b) সান্ডাকফু
(c) টাইগার হিল
উত্তর: সান্ডাকফু ।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল :
(a) ময়ূরাক্ষী
(b) তাের্ষা
(c) বিদ্যাধরী
উত্তর: ময়ূরাক্ষী ।
প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে :
(a) সিংগালিলা শৈলশিরা
(b) দার্জিলিং মহালধিরাম শৈলশিরা
(c) তাকদহ-পেশক শৈলশিরা
উত্তর: সিংগালিলা শৈলশিরা ।
প্রশ্ন:১০
সুন্দরবন অঞ্চলের নামকরণের কারণ হল এই অঞ্চলে :
(a) গুরাণ গাছের আধিক্য
(b) গেঁওয়া গাছের আধিক্য
(c) সুন্দরী গাছের আধিক্য
উত্তর: সুন্দরী গাছের আধিক্য ।
*********************************************************
👉পশ্চিমবঙ্গের ভূগোল সেট ২[NEXT]
*********************************************************
Comments
Post a Comment