মৌলিক অধিকার ও কর্তব্য
⮚⮚প্রশ্ন:১
সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযােগ পাওয়ার ব্যবস্থা করেছে সংবিধানের—
(a) ১৩ নং ধারা
(b) ১৪ নং ধারা
(c) ১৫ নং ধারা
(d) ১৬ নং ধারা
উত্তর: D
⮚⮚প্রশ্ন:২
সংবিধানের ২৫ নং ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর ক-টি কারণে নিয়ন্ত্রণ আরােপ করা যায় ?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: C
⮚⮚প্রশ্ন:৩
সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার কোন্ অধিকারের অন্তর্ভুক্ত ?
(a) স্বাধীনতার
(b) জীবনের
(c) সামাজিক
(d) ব্যক্তিগত
উত্তর: A
⮚⮚প্রশ্ন:৪
সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্য আচরণ নিষিদ্ধ করা হয়েছে ?
(a) ১৫
(b) ১৭
(c) ১৮
(d) ১৯
উত্তর: B
⮚⮚প্রশ্ন:৫
ড. আম্বেদকর কত নং ধারাকে ‘সংবিধানের প্রাণস্বরূপ’ বলে ঘােষণা করেছিলেন ?—
(a) ১৯
(b) ৩২
(c) ২১
(d) ৩৫
উত্তর: B
⮚⮚প্রশ্ন:৬
কোন্ দেশের সংবিধানে স্বতন্ত্রভাবে মুদ্রান্ত্রের স্বাধীনতা স্বীকৃত হয়নি ?
(a) ভারতের
(b) ফ্রান্সের
(c) ব্রিটেনের
(d) মার্কিন যুক্তরাষ্ট্রের
উত্তর: A
⮚⮚প্রশ্ন:৭
সংবিধান অনুসারে কত বছরের কম বয়সি শিশুদের কারখানায় নিয়ােগ করা যায় না ?
(a) ১৮
(b) ১৯
(c) ২১
(d) ১৪
উত্তর: D
⮚⮚প্রশ্ন:৮
সুপ্রিমকোর্ট মানেকা গান্ধি মামলার রায় দেয়—
(a) ১৯৫০ সালে
(b) ১৯৫২ সালে
(c) ১৯৫৫ সালে
(d) ১৯৭৮ সালে
উত্তর: D
⮚⮚প্রশ্ন:৯
সংবিধানের কত নং ধারায় বেগার খাটানাে নিষিদ্ধ করা হয়েছে ?
(a) ২১
(b) ২২
(c) ২৩
(d) ২৪
উত্তর: C
⮚⮚প্রশ্ন:১০
সংখ্যালঘু সম্প্রদায়কে বিদ্যায়তন প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার কত নং ধারায় দেওয়া হয়েছে ?
(a) ২৬
(b) ২৭
(c) ৩০
(d) ৩২
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৮[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ১০[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment