ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
ডাইনােসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল—
(a) প্রায়-ঐতিহাসিক যুগে
(b) প্রাগৈতিহাসিক যুগে
(c) ঐতিহাসিক যুগে
(d) আধুনিক যুগে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:২
‘প্রাক্-ইতিহাস' বলতে ‘Anti - Historic' শব্দটি ব্যবহার করেন—
(a) হফম্যান
(b) পল বেঞ্জামিন
(c) পলটার নেল
(d) ডান ফেনডান
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৩
প্রাক্-ইতিহাস হল—
(a) প্রস্তর যুগ
(b) তাম্র যুগ
(c) লৌহ যুগ
(d) বরফ যুগ
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৪
প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল—
(a) লিপি
(b) মুদ্রা
(c) ধর্মগ্রন্থ
(d) জীবাশ্ম
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৫
কুমােরের চাকা আবিষ্কৃত হয়েছিল—
(a) প্রাচীন প্রস্তর যুগে
(b) মধ্য প্রস্তর যুগে
(c) নব্য প্রস্তর যুগে
(d) তাম্র-ব্রোঞ্জ যুগে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৬
প্রাক্-ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হল—
(a) লােহার তৈরি ছুরি, কুঠার ও বর্শা
(b) তামার তৈরি ছুরি, কুঠার ও বর্শা
(c) পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা
(d) ইস্পাতের তৈরি ছুরি, কুঠার ও বর্শা
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৭
‘প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী ?
(a) ‘প্রায়-ইতিহাস’ ও ‘ইতিহাস' - এর মধ্যবর্তী সময়কাল
(b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
(c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
(d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৮
সৃষ্টির আদিলগ্ন মানুষ—
(a) লােহার হাতিয়ার ব্যবহার করত
(b) তামার হাতিয়ার ব্যবহার করত
(c) ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত
(d) পাথরের হাতিয়ার ব্যবহার করত
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৯
‘প্রাক্-ইতিহাস' শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন—
(a) ড্যানিয়েল উইলসন
(b) ডেভিড ব্রুনো
(c) পল তুর্নাল
(d) এম সি বার্কিট
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:১০
প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন—
(a) ম্যাথু আর্নল্ড
(b) টি.এস.এলিয়ট
(c) হারবাট মার্কিউজ
(d) জন লুবক
উত্তর: D
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ২[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment