আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়—
(a) ইরাকে
(b) মিশরে
(c) ভারতে
(d) চিনে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
আজ থেকে ৫০০০ বছর পূর্বে প্রথম ধান চাষ শুরু হয়েছিল—
(a) ইংল্যান্ডে
(b) ভারতে
(c) জাভায়
(d) চিনে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
কৃষ্ণবর্ণ মসৃণ মৃৎপাত্র সংস্কৃতি গাঙ্গেয় কোন্ অংশের লৌহ ব্যবহারকারীদের মধ্যে প্রচলিত ছিল—
(a) দক্ষিণ-পূর্ব
(b) উত্তর-পূর্ব
(c) দক্ষিণ-পশ্চিম
(d) পূর্ব-পশ্চিম
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
মানুষ প্রথম যে কৃষিজ ফসল উৎপাদন করে—
(a) ধান
(b) গম
(c) যব
(d) তৈলবীজ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
মানুষ কোন্ যুগে খাদ্যসংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হয় ?
(a) তাম্ৰযুগে
(b) মধ্যপ্রস্তর যুগে
(c) পুরােনাে প্রস্তর যুগে
(d) তুষার যুগে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
পৃথিবীর প্রথম কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছিল—
(a) ব্যাবিলনীয় সভ্যতায়
(b) মিশরীয় সভ্যতায়
(c) মেসােপটেমীয় সভ্যতায়
(d) মেহেরগড় সভ্যতায়
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
প্রাচীন কালে ইরাক দেশটির নাম ছিল—
(a) ব্যাবিলন
(b) মেসােপটেমিয়া
(c) মিশর
(d) পারস্য
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
প্রাচীন কালে সভ্যতার বিকাশ ঘটেছিল—
(a) বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে
(b) বিভিন্ন পাহাড়ের কোলে
(c) বিভিন্ন নদী উপত্যকায়
(d) বিভিন্ন সমভূমিতে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
মানুষ লাঙল চালাতে শেখে কোন্ যুগে ?
(a) পুরাতন পাথরের
(b) মধ্য পাথরের
(c) নব্য পাথরের
(d) লৌহ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
প্রাচীন ভারতে সর্বপ্রথম যে শস্যের চাষ শুরু হয়েছিল—
(a) ধান
(b) ডাল
(c) যব
(d) ভুট্টা
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৪[PREV]
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৬[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment