মৌলিক অধিকার ও কর্তব্য
➤➤প্রশ্ন:১
ভারতীয় সংবিধানের সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের গুরুত্ব হারায় কত সালের সংবিধান-সংশােধনের মাধ্যমে ?
(a) ১৯৭৬
(b) ১৯৭৭
(c) ১৯৭৮
(d) ১৯৭৯
উত্তর: C
➤➤প্রশ্ন:২
নাগরিকের অধিকার—
(a) স্বেচ্ছাধীন
(b) সীমাহীন
(c) নিয়ন্ত্রিত
(d) নিয়ন্ত্রিত নয়
উত্তর: C
➤➤প্রশ্ন:৩
‘সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয়’—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) গ্রিন
(c) বার্কার
(d) মিল
উত্তর: B
➤➤প্রশ্ন:৪
সম্পত্তির অধিকার সম্পর্কে প্রথম উল্লেখ করেন—
(a) প্লেটো
(b) রুশাে
(c) লক্
(d) হবস
উত্তর: C
➤➤প্রশ্ন:৫
মানবাধিকারের ঘােষণাপত্র জাতিপুঞ্জের কাদের দ্বারা গৃহীত হয় ?
(a) নিরাপত্তা পরিষদ
(b) সাধারণসভা
(c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(d) আন্তর্জাতিক বিচারলয়
উত্তর: B
➤➤প্রশ্ন:৬
স্বাধীন মতপ্রকাশের অধিকার একটি—
(a) রাজনৈতিক অধিকার
(b) পৌর অধিকার
(c) সামাজিক অধিকার
(d) নৈতিক অধিকার
উত্তর: A
➤➤প্রশ্ন:৭
মানবাধিকারের ধারণা প্রথম উল্লিখিত হয়—
(a) লকের তত্ত্বে
(b) জাতিপুঞ্জের সনদে
(c) হবসের রচনায়
(d) প্লেটোর মতবাদে
উত্তর: A
➤➤প্রশ্ন:৮
‘আধুনিক সভ্যতার জটিল জীবনে অশিক্ষিত ব্যক্তি দৃষ্টিহীনের মতাে’—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) ব্রাইস
(c) রুশাে
(d) ব্রাডলি
উত্তর: A
➤➤প্রশ্ন:৯
আইন মান্য করা কীসের প্রতি কর্তব্য ?
(a) রাষ্ট্রের
(b) সমাজের
(c) পরিবারের
(d) জনসমাজের
উত্তর: A
➤➤প্রশ্ন:১০
শ্রমিক সংঘ গঠনের অধিকার একটি—
(a) অর্থনৈতিক অধিকার
(b) রাজনৈতিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) পৌর অধিকার
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ২[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ৪[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment