ভারতের উৎপন্ন ফসল
🕮প্রশ্ন:১
ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম হল :
(a) পশ্চিমবঙ্গ
(b) আসাম
(c) কেরালা
উত্তর: আসাম ।
🕮প্রশ্ন:২
পাট উৎপাদনে ভারত পৃথিবীতে :
(a) প্রথম স্থান অধিকার করে
(b) দ্বিতীয় স্থান অধিকার করে
(c) তৃতীয় স্থান অধিকার করে
উত্তর: প্রথম স্থান অধিকার করে ।
🕮প্রশ্ন:৩
পাটকে বলা হয় :
(a) বাগিচা ফসল
(b) রবিশস্য
(c) অর্থকরী ফসল
উত্তর: অর্থকরী ফসল ।
🕮প্রশ্ন:৪
সোনার তন্তু বা সোনার আঁশ বলা হয় :
(a) ধানকে
(b) পাটকে
(c) গমকে
উত্তর: পাটকে ।
🕮প্রশ্ন:৫
ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য সেটি হল :
(a) পশ্চিমবঙ্গ
(b) পাঞ্জাব
(c) ওড়িশা
উত্তর: পশ্চিমবঙ্গ ।
🕮প্রশ্ন:৬
ভারতে সর্বাধিক পাট উৎপাদক রাজ্যটি হল :
(a) পশ্চিমবঙ্গ
(b) অসম
(c) ত্রিপুরা
উত্তর: পশ্চিমবঙ্গ ।
🕮প্রশ্ন:৭
চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে :
(a) অসম
(b) পশ্চিমবঙ্গ
(c) তামিলনাড়ু
উত্তর: অসম ।
🕮প্রশ্ন:৮
বিঘা প্রতি ধান উৎপাদনে অগ্রণী হল :
(a) পশ্চিমবঙ্গ রাজ্য
(b) পাঞ্জাব রাজ্য
(c) ওড়িশা রাজ্য
উত্তর: পাঞ্জাব রাজ্য ।
🕮প্রশ্ন:৯
বিঘা প্রতি গম উৎপাদনে ভারতে শীর্ষস্থানে রয়েছে :
(a) উত্তরপ্রদেশ রাজ্য
(b) পাঞ্জাব রাজ্য
(c) হরিয়ানা রাজ্য
উত্তর: পাঞ্জাব রাজ্য।
🕮প্রশ্ন:১০
ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য সেটি হল :
(a) উত্তরপ্রদেশ
(b) পাঞ্জাব
(c) হরিয়ানা
উত্তর: উত্তরপ্রদেশ ।
*****************************************************************
👉ভারতের উৎপন্ন ফসল - সেট ২[NEXT]
*****************************************************************
Comments
Post a Comment