সরকারের বিভিন্ন রূপ
⮚প্রশ্ন:১
পার্লামেন্টীয় সরকারের উৎপত্তি হল—
(a) ব্রিটেনে
(b) ভারতে
(c) ইউ.এস.এ-তে
(d) ফ্রান্সে
উত্তর: A
⮚প্রশ্ন:২
বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে যুগ্ম তালিকাভুক্ত বিষয় হল—
(a) ৪৭ টি
(b) ৪৮ টি
(c) ৫২ টি
(d) ৫৫ টি
উত্তর: C
⮚প্রশ্ন:৩
পার্লামেন্টীয় সরকারের মন্ত্রীসভা দায়ী থাকে—
(a) রাষ্ট্রপতির কাছে
(b) আইনসভার কাছে
(c) বিচার বিভাগের কাছে
(d) জনগণের কাছে
উত্তর: B
⮚প্রশ্ন:৪
বর্তমানে ভারতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হল—
(a) ৬১ টি
(b) ৬৬ টি
(c) ৬৯ টি
(d) ৭০ টি
উত্তর: A
⮚প্রশ্ন:৫
স্বার্থসংরক্ষণের ভিত্তিতে অ্যারিস্টটল সরকারকে ক-টি ভাগে বিভক্ত করেছেন ?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উত্তর: A
⮚প্রশ্ন:৬
সম্মিলিত জাতিপুঞ্জ হল—
(a) সার্বভৌম রাষ্ট্র
(b) যুক্তরাষ্ট্র
(c) অতিরাষ্ট্র
(d) রাষ্ট্র সমবায়
উত্তর: D
⮚প্রশ্ন:৭
জরুরি অবস্থায় ভারত এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হতে—
(a) পারে
(b) অসম্ভব
(c) পারে না
(d) অভাবনীয়
উত্তর: A
⮚প্রশ্ন:৮
রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি দায়ী থাকেন—
(a) জনগণের কাছে
(b) বিচার বিভাগের কাছে
(c) মন্ত্রীসভার কাছে
(d) পার্লামেন্টের কাছে
উত্তর: A
⮚প্রশ্ন:৯
যুক্তরাষ্ট্রে সরকারের সংখ্যা হল—
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উত্তর: A
⮚প্রশ্ন:১০
"Power Corrupts and absolute power corrupts absolutely"—কে বলেছেন ?
(a) লর্ড অ্যাকটন
(b) লর্ড ব্রাইক
(c) ব্যানারম্যান
(d) অ্যারিস্টটল
উত্তর: A
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
👉সরকারের বিভিন্ন রূপ সেট ১[PREV]
👉সরকারের বিভিন্ন রূপ সেট ৩[NEXT]
🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄🟄
Comments
Post a Comment