“জাতীয় জনসমাজ মূলত একটি আত্মিক প্রশ্ন।”
— কে বলেছেন ?
(a) হায়েস
(b) জিমার্ন
(c) শেফার
(d) উইলসন
উত্তর: B
✬প্রশ্ন:২
জাতীয় জনসমাজের ধারণা মূলত—
(a) রাজনৈতিক
(b) সামাজিক
(c) ধর্মীয়
(d) অরাজনৈতিক
উত্তর: A
✬প্রশ্ন:৩
বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে—
(a) জাতীয়তাবাদ
(b) আন্তর্জাতিকতাবাদ
(c) বিকৃত জাতীয়তাবাদ
(d) উগ্র জাতীয়তাবাদ
উত্তর: A
✬প্রশ্ন:৪
জাতীয়তাবাদ একটি—
(a) সামাজিক অনুভূতি
(b) রাজনৈতিক অনুভূতি
(c) মানসিক অনুভূতি
(d) আধ্যাত্মিক অনুভূতি
উত্তর: C
✬প্রশ্ন:৫
নীচের কোন্ স্থানের বাঙালিরা হল একটি জাতি ?
(a) বাংলাদেশের
(b) অসমের
(c) ওডিশার
(d) পশ্চিমবাংলার
উত্তর: A
✬প্রশ্ন:৬
ট্রিটসকে কীসের মধ্যে পার্থক্য করেননি ?
(a) জাতি ও রাষ্ট্রের
(b) সমাজ ও রাষ্ট্রের
(c) ব্যক্তি ও রাষ্ট্রের
(d) গােষ্ঠী ও রাষ্ট্রের
উত্তর: A
✬প্রশ্ন:৭
জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার —
(a) পরিপন্থী
(b) সহযোগী
(c) বিকল্প
(d) পরিপূরক
উত্তর: D
✬প্রশ্ন:৮
প্রতিটি জাতীয় জনসমাজের নিজস্ব কী গঠনের অধিকারকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে ?
(a) সরকার
(b) রাষ্ট্র
(c) জাতি
(d) জাতীয় জনসমাজ
উত্তর: B
✬প্রশ্ন:৯
ফ্যাসিবাদী বা নাৎসিবাদীরা বেশি জোর দিয়েছিলেন—
(a) বংশগত ঐক্যের ওপর
(b) ভাষাগত ঐক্যের ওপর
(c) জাতিগত ঐক্যের ওপর
(d) ভাবগত ঐক্যের ওপর
উত্তর: A
✬প্রশ্ন:১০
জাতীয়তাবাদ মূলত একটি কীরূপ ধারণা ?
(a) ধর্মগত
(b) ভাবগত
(c) বংশগত
(d) জাতিগত
উত্তর: B
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ১[PREV]
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ৩[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment