নাগরিকতা
✔️প্রশ্ন:১
বিদেশিরা কীরূপ অধিকার ভােগ করেন না ?
(a) ব্যক্তিগত
(b) সামাজিক
(c) অর্থনৈতিক
(d) রাজনৈতিক
উত্তর: D
✔️প্রশ্ন:২
‘নাগরিক’ শব্দটির উৎপত্তি হয়েছে—
(a) গ্রিসে
(b) ভারতে
(c) চিনে
(d) ফ্রান্সে
উত্তর: A
✔️প্রশ্ন:৩
বিদেশে কীরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলােপ ঘটে ?
(a) স্থাবর
(b) অস্থাবর
(c) স্থায়ী
(d) অস্থায়ী
উত্তর: C
✔️প্রশ্ন:৪
ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে লাভ করা যায়—
(a) ১৮
(b) ২১
(c) ২৩
(d) ২৫
উত্তর: A
✔️প্রশ্ন:৫
অনুমােদনসিদ্ধ নাগরিক কোন্ দেশে রাষ্ট্রপতি হওয়ার অযােগ্য ?
(a) মার্কিন যুক্তরাষ্ট্রে
(b) ভারতে
(c) ফ্রান্সে
(d) বাংলাদেশে
উত্তর: A
✔️প্রশ্ন:৬
কীরূপে অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব ?
(a) জন্মসূত্রে
(b) বৈবাহিকসূত্রে
(c) চাকরিসূত্রে
(d) বসবাসের সূত্রে
উত্তর: A
✔️প্রশ্ন:৭
ভারতের অর্জিত নাগরিক ছিলেন—
(a) মাদার টেরেসা
(b) সলমন রুশদি
(c) ভি.এস.নয়পল
(d) তসলিমা নাসরিন
উত্তর: A
✔️প্রশ্ন:৮
নাগরিক বলতে সেই ব্যক্তিকে বােঝায় যিনি—
(a) নগরে বাস করেন
(b) শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন
(c) রাষ্ট্রের আনুগত্য স্বীকার ও রাজনৈতিক অধিকার ভােগ করেন
(d) বিদেশে বসবাস করে দেশের শাসনকার্যে অংশগ্রহণ করেন
উত্তর: C
✔️প্রশ্ন:৯
প্রাচীন গ্রিসে বা রােমে নাগরিকের মর্যাদা পেত—
(a) ক্রীতদাসরা
(b) শ্রমিকরা
(c) অভিজাত পুরুষরা
(d) মহিলারা
উত্তর: C
✔️প্রশ্ন:১০
কোনাে নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কেবলমাত্র—
(a) বৈবাহিকসূত্রে
(b) চাকরিসূত্রে
(c) বসবাসের সূত্রে
(d) জন্মসূত্রে
উত্তর: D
**************************************************************
👉নাগরিকতা সেট ২[PREV]
**************************************************************
Comments
Post a Comment