ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
ইতিহাসের জনক বলা হয়—
(a) সক্রেটিস
(b) হেরােডােটাস
(c) প্লেটো
(d) জাস্টিন
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:২
প্রাক্-ইতিহাসের সময়কাল হল—
(a) ১৪০০০০-৪০০০ খ্রিস্টপূর্বাব্দ
(b) ২০০০০০০-৩০০০ খ্রিস্টপূর্বাব্দ
(c) ১০০০০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দ
(d) ৮০০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৩
“ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান-তার কিছুমাত্র বেশি বা কম নয়।” — উক্তিটি কার ?
(a) ই এইচ কারের
(b) র্যাঙ্কের
(c) বিউরির
(d) হেনরি পিরেনের
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৪
মায়া সভ্যতার নিদর্শন মিলেছে—
(a) এশিয়ায়
(b) ইউরোপে
(c) আফ্রিকায়
(d) আমেরিকায়
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৫
ইতিহাস শব্দটির অর্থ হল—
(a) প্রাক্-ইতিহাস ও প্রায়-ইতিহাস- এর পরবর্তীকাল
(b) যে সময় মানুষ লিখতে জানত না
(c) যে সময় ইতিহাসের লিখিত উপাদানের গুরুত্ব ছিল না
(d) মানব সভ্যতার বিবর্তনের কাহিনি
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৬
ইংরেজিতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যবহার করেন—
(a) পল তুর্নাল
(b) ড্যানিয়েল উইলসন
(c) র্যাঙ্কে
(d) লর্ড অ্যাকটন
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৭
প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরুপণের চেষ্টা করেন—
(a) গ্রিকরা
(b) রােমানরা
(c) ফরাসিরা
(d) ভারতীয়রা
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৮
ফরাসি ভাষায় ‘প্রাক্-ইতিহাস’ শব্দটি ১৮৩০ খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন—
(a) ড্যানিয়েল উইলসন
(b) পল তুর্নাল
(c) ম্যাক্সমুলার
(d) জন মার্শাল
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৯
প্রাচীন সভ্যতার কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিয়াে কার্বন পদ্ধতিটি আবিষ্কৃত হয়—
(a) ১৯২৯ খ্রিস্টাব্দে
(b) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(d) ১৯৫৯ খ্রিস্টাব্দে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:১০
‘কাকে বলে ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে ?
(a) ই এইচ কার
(b) হেনরি পিরেন
(c) বিউরি
(d) রমেশচন্দ্র মজুমদার
উত্তর: A
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ২[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৪[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment