রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী
প্রশ্ন:১
মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান—
(a) একদলীয় ব্যবস্থা
(b) বহুদলীয় ব্যবস্থা
(c) সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা
(d) অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা
উত্তর: D
প্রশ্ন:২
ফ্রান্সের দলীয় ব্যবস্থা—
(a) একদলীয় ব্যবস্থা
(b) দ্বিদলীয় ব্যবস্থা
(c) ত্রিদলীয় ব্যবস্থা
(d) বহুদলীয় ব্যবস্থা
উত্তর: D
প্রশ্ন:৩
২০১৩ সালে ভারতের প্রধান বিরােধী দল হল—
(a) লােকদল
(b) জনতা দল
(c) ভারতীয় জনতা পার্টি
(d) ভারতের কমিউনিস্ট পার্টি
উত্তর: C
প্রশ্ন:৪
‘রাজনৈতিক দল শ্রেণিস্বার্থের রক্ষক’—কে বলেন ?
(a) মার্কসবাদীরা
(b) ভাববাদীরা
(c) উদারনীতিবাদীরা
(d) নৈরাজ্যবাদীরা
উত্তর: A
প্রশ্ন:৫
ভারতে শেষ লােকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল—
(a) ২০০৩ সালে
(b) ২০০৪ সালে
(c) ২০১৯ সালে
(d) ২০১০ সালে
উত্তর: C
প্রশ্ন:৬
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট একটি রাজনৈতিক—
(a) মঞ্চ
(b) দল
(c) গােষ্ঠী
(d) জোট
উত্তর: D
প্রশ্ন:৭
চতুর্দশ লােকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সংখ্যা ছিল—
(a) ৫৬
(b) ৬০
(c) ৪০
(d) ৪২
উত্তর: C
প্রশ্ন:৮
সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) কানাডায়
(d) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর: A
প্রশ্ন:৯
ভারতের সর্বাপেক্ষা প্রাচীন একটি রাজনৈতিক দল হল—
(a) জাতীয় কংগ্রেস
(b) ভারতীয় জনতা পার্টি
(c) লােকদল
(d) ভারতের কমিউনিস্ট পার্টি
উত্তর: A
প্রশ্ন:১০
সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান—
(a) গ্রেট ব্রিটেনে
(b) ফ্রান্সে
(c) সুইজারল্যান্ডে
(d) জাপানে
উত্তর: A
⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜
Comments
Post a Comment