পশ্চিমবঙ্গের ভূগোল
প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল :
(a) গােগারাবুরু
(b) বিহারীনাথ
(c) শুশুনিয়া
উত্তর: গােগারাবুরু ।
প্রশ্ন:২
পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় :
(a) এপ্রিল-মে মাসে
(b) জুন-জুলাই মাসে
(c) আগস্ট-সেপ্টেম্বর মাসে
উত্তর: এপ্রিল-মে মাসে ।
প্রশ্ন:৩
পশ্চিমবঙ্গে সারাবছরে ঋতু দেখা যায় :
(a) ৪ টি
(b) ৫ টি
(c) ৬ টি
উত্তর: ৬ টি ।
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গের জলবায়ু সর্বাধিক প্রভাবিত হয় :
(a) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা
(b) উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা
(c) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা
উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা ।
প্রশ্ন:৫
মাতলা নদীটি :
(a) বরফগলা জলে পুষ্ট
(b) বৃষ্টির জলে পুষ্ট
(c) জোয়ারের জলে পুষ্ট
উত্তর: জোয়ারের জলে পুষ্ট ।
প্রশ্ন:৬
পশ্চিমবঙ্গ :
(a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত
(b) মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত
(c) পার্বত্য জলবায়ুর অঞ্চলের অন্তর্গত
উত্তর: মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় :
(a) সুন্দরবন অঞ্চলে
(b) দীঘা-শংকরপুর উপকূলে
(c) উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে
উত্তর: উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ।
প্রশ্ন:৮
সিংগালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে পৃথক করেছে :
(a) নেপাল থেকে
(b) ভুটান থেকে
(c) আসাম থেকে
উত্তর: নেপাল থেকে ।
প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হল :
(a) তিস্তা
(b) দামােদর
(c) গােসাবা
উত্তর: তিস্তা ।
প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গের কোন্ শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় :
(a) জলপাইগুড়িকে
(b) শিলিগুড়িকে
(c) কোচবিহারকে
উত্তর: শিলিগুড়িকে ।
************************************************************
👉পশ্চিমবঙ্গের ভূগোল সেট ১ [PREV]
************************************************************
Comments
Post a Comment