এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
প্রশ্ন:১
কোরিয়া ও দক্ষিণ জাপানে দেখা যায় :
(a) মৌসুমি জলবায়ু
(b) নিরক্ষীয় জলবায়ু
(c) চিনদেশীয় জলবায়ু
উত্তর: চিনদেশীয় জলবায়ু ।
প্রশ্ন:২
রােজউড,শাল,সেগুন,আম প্রভৃতি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এশিয়ার :
(a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(b) মৌসুমি জলবায়ু অঞ্চলে
(c) চিনদেশীয় জলবায়ু অঞ্চলে
উত্তর: মৌসুমি জলবায়ু অঞ্চলে ।
প্রশ্ন:৩
শৈবাল ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় :
(a) এশিয়ার ক্রান্তীয় মরুভূমিতে
(b) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
(c) অতি উচ্চ পার্বত্য অঞ্চলে
উত্তর: তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ।
প্রশ্ন:৪
এশিয়ার গােবি মরুভূমি অঞ্চলে :
(a) নাতিশীতােষ্ণ জলবায়ু দেখা যায়
(b) ক্রান্তীয় মরু জলবায়ু দেখা যায়
(c) তাইগা জলবায়ু দেখা যায়
উত্তর: নাতিশীতােষ্ণ জলবায়ু দেখা যায় ।
প্রশ্ন:৫
নাতিশীতােষ্ণ তৃণভূমি বা স্টেপস জলবায়ু দেখা যায় :
(a) দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া
(b) মঙ্গোলিয়ার মালভূমিতে
(c) লেবাননে
উত্তর: দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া ।
প্রশ্ন:৬
পাম গাছ জন্মায় :
(a) এশিয়ার ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে
(b) স্টেপস জলবায়ু অঞ্চলে
(c) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ।
প্রশ্ন:৭
আরব মরুভূমিতে :
(a) নাতিশীতােষ্ণ মরু জলবায়ু দেখা যায়
(b) ক্রান্তীয় মরু জলবায়ু দেখা যায়
(c) নিরক্ষীয় জলবায়ু দেখা যায়
উত্তর: ক্রান্তীয় মরু জলবায়ু দেখা যায় ।
প্রশ্ন:৮
তুন্দ্রা জলবায়ু দেখা যায় :
(a) সাইবেরিয়া অঞ্চলে
(b) দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া অঞ্চলে
(c) সুমেরু বৃত্ত অঞ্চলে
উত্তর: সুমেরু বৃত্ত অঞ্চলে ।
প্রশ্ন:৯
এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হল :
(a) জলপাই
(b) ওক
(c) মস ও লাইকেন
উত্তর: জলপাই ।
প্রশ্ন:১০
উত্তর-পূর্ব চিনে :
(a) চিনদেশীয় জলবায়ু দেখা যায়
(b) মাঞ্চুরীয় জলবায়ু দেখা যায়
(c) তাইগা জলবায়ু দেখা যায়
উত্তর: মাঞ্চুরীয় জলবায়ু দেখা যায় ।
***************************************************************
👉এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ - সেট ১[PREV]
***************************************************************
Comments
Post a Comment