ভারতের স্বাভাবিক উদ্ভিদ
📖প্রশ্ন:১
ভারতের :
(a) ২২.৮% অঞ্চল বনভূমির দ্বারা অধিকৃত
(b) ৩০.৪% অঞ্চল বনভূমির দ্বারা অধিকৃত
(c) ১৫.২% অঞ্চল বনভূমির দ্বারা অধিকৃত
উত্তর: ২২.৮% অঞ্চল বনভূমির দ্বারা অধিকৃত ।
📖প্রশ্ন:২
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় :
(a) হিমালয় পর্বতে
(b) দাক্ষিণাত্য মালভূমিতে
(c) সুন্দরবন অঞ্চলে
উত্তর: সুন্দরবন অঞ্চলে ।
📖প্রশ্ন:৩
হিমালয়ের ৪০০ মিটারের বেশি উচ্চতায় :
(a) সরলবর্গীয় বনভুমি দেখা যায়
(b) আল্পীয় বনভূমি দেখা যায়
(c) চিরসবুজ বৃক্ষের বনভূমি দেখা যায়
উত্তর: চিরসবুজ বৃক্ষের বনভূমি দেখা যায় ।
📖প্রশ্ন:৪
সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে :
(a) কৃষ্ণ মৃত্তিকার অবস্থানের জন্য
(b) লবণাক্ত মৃত্তিকার অবস্থানের জন্য
(c) ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থানের জন্য
উত্তর: লবণাক্ত মৃত্তিকার অবস্থানের জন্য ।
📖প্রশ্ন:৫
পশিচমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে :
(a) গুল্ম ও তৃণ দেখা যায়
(b) সরলবর্গীয় বৃক্ষ দেখা যায়
(c) ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়
উত্তর: গুল্ম ও তৃণ দেখা যায় ।
📖প্রশ্ন:৬
যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারাবছর মাটি থাকে :
(a) শুষ্ক
(b) আর্দ্র
(c) জলমগ্ন
উত্তর: আর্দ্র ।
📖প্রশ্ন:৭
ভারতের সমগ্র বনভূমির শতকরা :
(a) ৩৭ ভাগ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে
(b) ৬০ ভাগ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে
(c) ৫২ ভাগ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে
উত্তর: ৫২ ভাগ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে ।
📖প্রশ্ন:৮
কাঁটাজাতীয় উদ্ভিদ :
(a) মেরু অঞ্চলে দেখা যায়
(b) মরু অঞ্চলে দেখা যায়
(c) পার্বত্য অঞ্চলে দেখা যায়
উত্তর: মরু অঞ্চলে দেখা যায় ।
📖প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে অবস্থিত :
(a) কানহা সংরক্ষিত অরণ্য
(b) সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য
(c) নর্মদা নদীর দু'পাশের অরণ্য
উত্তর: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ।
📖প্রশ্ন:১০
ভারতের মরু অঞ্চলে :
(a) ক্যাকটাস উদ্ভিদ জন্মায়
(b) লবণাম্বু উদ্ভিদ জন্মায়
(c) পর্ণমোচী উদ্ভিদ জন্মায়
উত্তর: ক্যাকটাস উদ্ভিদ জন্মায় ।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
👉ভারতের স্বাভাবিক উদ্ভিদ - সেট ২[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment