আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি ?
(a) মেসােপটেমীয় সভ্যতা
(b) মিশরীয় সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
(d) মেহেরগড় সভ্যতা
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
সুমেরীয়দের লেখা চিহ্নগুলি ছিল—
(a) ত্রিভুজাকার
(b) বৃত্তাকার
(c) অর্ধবৃত্তাকার
(d) কীলকাকার
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
মেসােপটেমীয় সভ্যতা—
(a) লৌহ যুগের
(b) প্রস্তর যুগের
(c) তাম্র-ব্রোঞ্জ যুগের
(d) তাম্র যুগের
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
সুমেরীয় সমাজ বিভক্ত ছিল—
(a) একটি শ্রেণিতে
(b) দুটি শ্রেণিতে
(c) তিনটি শ্রেণিতে
(d) চারটি শ্রেণিতে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
‘জিগুরাত' কথাটির অর্থ হল—
(a) পবিত্র ভাষা
(b) স্বর্গের পাহাড়
(c) যুদ্ধের দেবতা
(d) চান্দ্ৰপঞ্জিকা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন যিনি—
(a) ফাদার হেরাস
(b) শাঁ পােলিয়ে
(c) রােলিন সন
(d) জেমস প্রিন্সেপ
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
ঐক্যবদ্ধ মিশরের প্রথম ফ্যারাও ছিলেন—
(a) খুফু
(b) মেনিস
(c) রামেসিস
(d) তুতেনখামেন
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
মেসােপটেমীয় সভ্যতার বিকাশ ঘটেছিল যত হাজার বছর আগে, তা হল প্রায়—
(a) পাঁচ
(b) ছয়
(c) সাত
(d) আট
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল—
(a) রােমান সভ্যতা
(b) মিশরীয় সভ্যতা
(c) মেসােপটেমীয় সভ্যতা
(d) হরপ্পা সভ্যতা
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
মেসােপটেমিয়া শব্দের অর্থ হল—
(a) দুই সাগরের মধ্যবর্তী অঞ্চল
(b) দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল
(c) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
(d) দুই মালভূমির মধ্যবর্তী অঞ্চল
উত্তর: D
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৭[PREV]
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৯[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment