ভারতের সংবিধান প্রণয়ন
📕প্রশ্ন:১
ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা—
(a) রাষ্ট্রপতি
(b) সুপ্রিমকোর্ট
(c) সংসদ
(d) কেন্দ্রীয় মন্ত্রীসভা
উত্তর: B
📕প্রশ্ন:২
ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশােধিত হয় কততম সংশােধনী আইনের দ্বারা ?
(a) ৪২ তম
(b) ৪৪ তম
(c) ৪৬ তম
(d) ৪৭ তম
উত্তর: A
📕প্রশ্ন:৩
সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দযুগল এসেছে কোন্ সালের সংশােধনের মাধ্যমে ?
(a) ১৯৫০
(b) ১৯৭৬
(c) ১৯৭৭
(d) ১৯৮৬
উত্তর: B
📕প্রশ্ন:৪
কোন্ দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে ?
(a) কানাডা
(b) আয়ারল্যান্ডের
(c) ব্রিটেনের
(d) মার্কিন যুক্তরাষ্ট্রের
উত্তর: B
📕প্রশ্ন:৫
ভারতীয় সংবিধান—
(a) অনমনীয়
(b) নমনীয়
(c) সম্পূর্ণ নমনীয় অংশত নমনীয়
(d) অংশত অনমনীয়
উত্তর: D
📕প্রশ্ন:৬
ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে—
(a) ১০ টি
(b) ১১ টি
(c) ১২ টি
(d) ১৩ টি
উত্তর: B
📕প্রশ্ন:৭
বর্তমানে ভারতের সংবিধানে তালিকা আছে—
(a) ৭ টি
(b) ৮ টি
(c) ১০ টি
(d) ১২ টি
উত্তর: D
📕প্রশ্ন:৮
গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল—
(a) ২০৮
(b) ৭৩
(c) ৯৩
(d) ১০৪
উত্তর: A
📕প্রশ্ন:৯
ভারতের সংবিধানের জনক বলা হয়—
(a) গান্ধিকে
(b) বি.আর.আম্বেদকরকে
(c) কে.এম.মুন্সিকে
(d) নেহরুকে
উত্তর: B
📕প্রশ্ন:১০
ভারতের সংবিধান-সংশােধনের পদ্ধতি আছে—
(a) ২ টি
(b) ৩ টি
(c) ৪ টি
(d) ৫ টি
উত্তর: B
🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎
👉ভারতের সংবিধান প্রণয়ন সেট ২[NEXT]
🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎🟎
Comments
Post a Comment