আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
মিশরকে নীলনদের দান বলেছেন—
(a) অ্যারিস্টটল
(b) হেরােডােটাস
(c) থুকিদিদিস
(d) প্লেটো
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:২
মিশরের প্রাচীনতম চিকিৎসক কে ছিলেন ?
(a) ইমহােটেপ
(b) জুলিয়াস সিজার
(c) তৃতীয় রামেসেস
(d) মেনেস
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
প্রাচীন মিশরীয়রা আবিষ্কার করেছিল—
(a) প্যানিরাস লেখার পদ্ধতি
(b) কিউনিফর্ম লিপি
(c) কাগজ
(d) আধুনিক লিপি
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
মিশরের লােকেরা মতামত প্রকাশ করত—
(a) ছবির লিপির সাহায্যে
(b) মন্দিরে নকশা করে
(c) অঙ্গভঙ্গি করে
(d) ব্যাবসাবাণিজ্য করে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
মিশর অবস্থিত—
(a) এশিয়া মহাদেশে
(b) আমেরিকা মহাদেশে
(c) আফ্রিকা মহাদেশে
(d) ইউরােপ মহাদেশে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
পিরামিডের দেশ বলা হয়—
(a) সুমেরকে
(b) মিশরকে
(c) চিনকে
(d) ভারতকে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
ভ্যালি অব কিংস কাদের সমাধিস্থল ?
(a) মিশরের রাজাদের
(b) মিশরের রানিদের
(c) সুমেরের রাজাদের
(d) সুমেরের রানিদের
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
নীলনদের দান বলা হয়—
(a) মিশরীয় সভ্যতাকে
(b) মহেন-জো-দারাে সভ্যতাকে
(c) সুমেরীয় সভ্যতাকে
(d) হরপ্পা সভ্যতাকে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
‘নেক্রোপলিস’ বা ‘মৃত্যুপুরী’ হল—
(a) রাজপরিবারের সদস্যদের সমাধিস্থল
(b) ক্রিতদাসদের সমাধিস্থল
(c) মহিলাদের সমাধিস্থল
(d) সাধারণ মানুষের সমাধিস্থল
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
মিশরে আদি কৃষিকাজের প্রচলন ঘটে—
(a) ফায়ুম অঞ্চলে
(b) বাদারি অঞ্চলে
(c) মেরিমদে অঞ্চলে
(d) এগুলির কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ১[PREV]
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৩[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment