ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটি হল—
(a) পৃথ্বীরাজ বিজয়
(b) রাজতরঙ্গিনী
(c) ইন্ডিকা
(d) তহকিক্-ই-হিন্দ
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:২
পুরাণের লক্ষণগুলি হল—
(a) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ
(b) স্বর্গ, মর্ত, পাতাল, পৃথিবী প্রভৃতির উল্লেখ
(c) সূর্য, চন্দ্র, পৃথিবী, সমুদ্র প্রভৃতির উল্লেখ
(d) সমাজ, সভ্যতা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতির উল্লেখ
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৩
খ্রিস্টীয় যে শতক থেকে ইতিহাস ও পুরাণ শব্দ দুটি ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে—
(a) তৃতীয়
(b) পঞ্চম
(c) সপ্তম
(d) নবম
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৪
ঐশ্বর্য লুণ্ঠন পর্ব ঠেকানাের জন্য সর্বপ্রথম পুরাকীর্তিগুলির রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয় যে দেশ, তা হল—
(a) ফ্রান্স
(b) ব্রিটেন
(c) ইটালি
(d) স্পেন
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৫
‘পুরাণ’ শব্দটির সঠিক অর্থ হল—
(a) প্রাচীন
(b) নবীন
(c) বর্তমান
(d) ভবিষ্যৎ
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৬
চিনা পুরাণ অনুসারে—
(a) পান-কু হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা
(b) সুইজেন হলেন কাগজের আবিষ্কারক
(c) সি-ফু হলেন প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক
(d) চাষবাসের প্রবর্তক হলেন হিংনু
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৭
পুরাণগুলি মূলত—
(a) সামাজিক গ্রন্থ
(b) ধর্মীয় গ্রন্থ
(c) রাজনৈতিক গ্রন্থ
(d) অর্থনৈতিক গ্রন্থ
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৮
জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন—
(a) ঋষিরা
(b) দেবতারা
(c) রাজারা
(d) লেখকরা
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৯
পুরাণগুলিকে যে যুগে সম্পাদনা করা হয়েছিল তা হল—
(a) মৌর্য
(b) গুপ্ত
(c) কুষাণ
(d) পাল
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:১০
ভারতে ক-টি পুরাণ আছে ?
(a) ১৫ টি
(b) ১৬ টি
(c) ১৮ টি
(d) ২২ টি
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ১০[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ১২[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment