পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
রক্ত সংবহন তন্ত্র
⮞⮞⮞দেহের মোট রক্ত - 5.6 লিটার
⮞⮞⮞লোহিতকণিকার সংখ্যা - পুরুষ : 50,00,000/cu mm এবং মহিলা : 45,00,000,/cu mm
⮞⮞⮞শ্বেতকণিকার সংখ্যা - 7,000 থেকে 10,000/cu mm
⮞⮞⮞অণুচক্রিকার সংখ্যা - 2,50,000 - 5,00,000/cu mm
⮞⮞⮞দেহের হিমোগ্লোবিনের মোট পরিমান - 1000 gm
পুরুষ : 14-18gm /100ml রক্তে এবং মহিলা :12-15 gm /100ml রক্তে
⮞⮞⮞রক্ততঞ্চনের সময়কাল - 3.6 মিনিট
⮞⮞⮞ব্লাড গ্রুপ - A, B, AB, O
⮞⮞⮞সার্বিক দাতা - গ্রপ O
⮞⮞⮞সার্বিক গ্রহীতা - গ্রুপ "AB"
⮞⮞⮞হৃৎপিণ্ডের ওজন -
পুরুষ : 300 গ্রাম এবং মহিলা : 250 গ্রাম
⮞⮞⮞স্বাভাবিক রক্তচাপ : 120/80 mm hg
⮞⮞⮞স্বাভাবিক ব্লাড সুগার : 80-120 mg /100cc রক্তে
⮞⮞⮞সিরাম কোলেস্টেরল - 150-250mg /dl

Comments
Post a Comment