মৌলিক অধিকার ও কর্তব্য
⮞⮞⮞প্রশ্ন:১
বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা—
(a) ৪
(b) ৫
(c) ৬
(d) ৭
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:২
ভারতীয় সংবিধানের ১৯ নং ধারায় ক-টি স্বাধীনতার অধিকার রয়েছে ?
(a) ৫
(b) ৬
(c) ৭
(d) ৯
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৩
ভারতীয় সংবিধানের কোন্ ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে ?
(a) দ্বিতীয়
(b) তৃতীয়
(c) চতুর্থ
(d) পঞ্চম
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৪
সাধারণ অবস্থায় কীরূপ অধিকার স্থগিত রাখা যায় না ?
(a) মৌলিক
(b) নৈতিক
(c) সামাজিক
(d) অর্থনৈতিক
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৫
কত নং ধারা অনুযায়ী শিশুদের বিপজ্জনক কাজে লাগানাে যাবে না ?
(a) ২৪
(b) ২৫
(c) ২৬
(d) ২৭
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৬
নিদের্শমূলক নীতিগুলি নেওয়া হয়েছে—
(a) ব্রিটেন থেকে
(b) ইউ.এস.এ. থেকে
(c) কানাডা থেকে
(d) আয়ারল্যান্ড থেকে
উত্তর: D
⮞⮞⮞প্রশ্ন:৭
শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় দেওয়া হয়েছে ?
(a) ২১
(b) ২২
(c) ২৬
(d) ৩২
উত্তর: D
⮞⮞⮞প্রশ্ন:৮
মৌলিক অধিকারের উল্লেখ আছে সংবিধানের—
(a) তৃতীয় অংশে
(b) চতুর্থ অংশে
(c) পঞ্চম অংশে
(d) ষষ্ঠ অংশে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৯
কততম সংবিধান-সংশােধন আইন শিক্ষার মৌলিক অধিকার দিয়েছে ?
(a) ৮২ তম
(b) ৮৪ তম
(c) ৮৫ তম
(d) ৮৬ তম
উত্তর: D
⮞⮞⮞প্রশ্ন:১০
কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকৃত ?
(a) ২১
(b) ২৩
(c) ২৫
(d) ২৭
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ১০[PREV]
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ১২[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment