ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, তা হল—
(a) অ্যারামাইক লিপি
(b) দেবনাগরী
(c) তামিল লিপি
(d) ব্রাহ্মী লিপি
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:২
বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স—
(a) ৩ হাজার বছর
(b) ৪ হাজার বছর
(c) ৫ হাজার বছর
(d) ৬ হাজার বছর
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৩
অ্যাজটেক সভ্যতার নিদর্শন মিলেছে—
(a) ব্রাজিলে
(b) মেক্সিকোয়
(c) পোর্তুগালে
(d) স্পেনে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৪
ইতিহাস রচনার মূলভিত্তি হল—
(a) অর্থনৈতিক
(b) সামাজিক
(c) অলিখিত
(d) লিখিত
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৫
অশােকের শিলালিপি পাঠোদ্ধার করেন—
(a) জেমস প্রিন্সপ
(b) এ.এল.ব্যাসাম
(c) দয়ারাম সাহানি
(d) হােমার
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৬
সবচেয়ে প্রাচীন শিলালিপিটি পাওয়া গেছে—
(a) রাশিয়ার কাজাখস্তানে
(b) এশিয়ার হিন্দুস্তানে
(c) ইরানের বেহিস্তানে
(d) পাকিস্তানে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৭
প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে কোন রাজার শিলালিপির পাঠোদ্ধার করেন ?
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) অশােক
(c) সমুদ্রগুপ্ত
(d) হর্ষবর্ধন
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৮
সিন্ধু উপত্যকায় লিপি ব্যবহৃত হয়েছে প্রায়—
(a) ৭৫০০ বছর আগে
(b) ৬৫০০ বছর আগে
(c) ৪৫০০ বছর আগে
(d) ৩৫০০ বছর আগে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৯
হরপ্পার লেখমালা পাঠোদ্ধারের চেষ্টা করেছেন—
(a) ডি সি সরকার
(b) জেমস প্রিন্সেপ
(c) শাঁপােলিঁয়
(d) ফাদার হেরাস
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:১০
ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে—
(a) ফ্রান্সে
(b) হল্যান্ডে
(c) পেরুতে
(d) গুয়েতেমালায়
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ১[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৩[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment