মৌলিক অধিকার ও কর্তব্য
⮞⮞⮞প্রশ্ন:১
কোনােরকম আইনগত সমর্থন না থাকলেও নৈতিক ও রাজনৈতিক সমর্থন রয়েছে—
(a) নিদের্শমূলক নীতিগুলির পেছনে
(b) মৌলিক অধিকারগুলির পেছনে
(c) নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকার উভয়ের পেছনে
(d) মৌলিক কর্তব্য ও মৌলিক অধিকারের পেছনে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:২
সংবিধানের সংশােধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে—
(a) ৪২ তম [১৯৭৬]
(b) ৪৩ তম [১৯৭৭]
(c) ৪৪ তম [১৯৭৮]
(d) ৪৫ তম [১৯৭৯]
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৩
ভারতীয় সংবিধান সুনিশ্চিত করে না—
(a) কর্মের অধিকার
(b) ভােটদানের অধিকার
(c) শােষণের বিরুদ্ধে অধিকার
(d) স্বাধীনতার অধিকার
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৪
বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা—
(a) ১০
(b) ১১
(c) ১২
(d) ১৩
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৫
সংবিধানের কত নং ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসননীতি বলে ঘোষণা করেছে ?
(a) ৩৪
(b) ৩৫
(c) ৩৭
(d) ৩৮
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৬
ভারতের সংবিধানে বর্তমানে কোন্ মৌলিক অধিকার নয় ?
(a) স্বাধীনতার অধিকার
(b) সাম্যের অধিকার
(c) সম্পত্তির অধিকার
(d) শিক্ষা ও সংস্কৃতির অধিকার
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৭
কততম সংবিধান-সংশােধন আইন অনুযায়ী সংবিধানে ৩১ (গ) ধারা যোগ করা হয়েছে ?
(a) ২৩ তম
(b) ২৪ তম
(c) ২৫ তম
(d) ২৬ তম
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৮
কর্মের অধিকার ভারতের সংবিধান কর্তৃক সংরক্ষিত—
(a) মৌলিক অধিকার
(b) সাংবিধানিক অধিকার
(c) মৌলিক অধিকার নয়
(d) উভয়ই
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৯
আদালত কর্তৃক বলবৎযােগ্য—
(a) শুধুমাত্র মৌলিক অধিকারগুলি
(b) শুধুমাত্র নির্দেশমূলক নীতিগুলি
(c) মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলি উভয়ই
(d) মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতিগুলি উভয়ই
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:১০
ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি—
(a) অনিয়ন্ত্রিত
(b) অসীম
(c) অবাধ
(d) অবাধ নয়
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
👉মৌলিক অধিকার ও কর্তব্য সেট ১১[PREV]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment