ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
ভারতে প্রায়-ইতিহাস যুগের সূচনা হয়—
(a) ধাতুর ব্যবহারের সময়কাল থেকে
(b) পাথরের ব্যবহারের সময়কাল থেকে
(c) আগুনের ব্যবহারে সময়কাল থেকে
(d) কৃষিকাজের সূচনাকাল থেকে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:২
সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে—
(a) অস্ট্রেলিয়ায়
(b) উত্তর আমেরিকায়
(c) দক্ষিণ আমেরিকায়
(d) আফ্রিকায়
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৩
“প্রায় ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব, যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরােদগম হয়েছে” উক্তিটি হল—
(a) র্যাঙ্কের
(b) হেনরি পিরেনের
(c) টিমােথি টেলরের
(d) বিউরির
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৪
ভারতে প্রায়-ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে—
(a) ৫ হাজার বছর আগে
(b) ১০ হাজার বছর আগে
(c) ১৫ হাজার বছর আগে
(d) ২০ হাজার বছর আগে
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৫
প্রাক্-ঐতিহাসিক যুগের পরের যুগ হল—
(a) ঐতিহাসিক যুগ
(b) প্রায়-ঐতিহাসিক যুগ
(c) আর্কিওজোয়িক যুগ
(d) কোনােটিই নয়
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৬
প্রকৃতপক্ষে হরপ্পা সভ্যতা হল—
(a) প্রাক্-ঐতিহাসিক যুগের সভ্যতা
(b) প্রায়-ঐতিহাসিক যুগের সভ্যতা
(c) মায়া সভ্যতা
(d) ঐতিহাসিক যুগের সভ্যতা
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৭
দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর আসে—
(a) তাম্র যুগ
(b) তাম্র ও ব্রোঞ্জ যুগ
(c) ব্রোঞ্জ যুগ
(d) লৌহ যুগ
উত্তর: D
➤➤➤➤প্রশ্ন:৮
পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল—
(a) ভারতে
(b) চিনে
(c) ইউরোপে
(d) আমেরিকায়
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৯
প্রায়-ইতিহাস শব্দটির অর্থ হল—
(a) ইতিহাসের আগের যুগ
(b) ইতিহাসের পরের যুগ
(c) প্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধবর্তী সময়কাল
(d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:১০
প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায়—
(a) দুটি ভাগে
(b) তিনটি ভাগে
(c) চারটি ভাগে
(d) কোনোটিই নয়
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৫[PREV]
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ৭[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment