নীলনদ
প্রশ্ন:১
নীলনদ অ্যালবার্ট হ্রদ থেকে নির্গত হয়ে সুদানে প্রবেশ করেছে :
(a) অ্যালবার্ট নীল নাম নিয়ে
(b) বার-এল-জেবেল নাম নিয়ে
(c) বার-এল-গজল নাম নিয়ে
উত্তর: বার-এল-জেবেল নাম নিয়ে ।
প্রশ্ন:২
মিশরের নীলনদের ওপর নির্মিত বৃহত্তম বাঁধটির নাম হল :
(a) অ্যাসিয়ুট
(b) আসােয়ান
(c) আটবারা
উত্তর: আসােয়ান ।
প্রশ্ন:৩
মিশরের বেশিরভাগ অঞ্চল যে জলবায়ুর অন্তগর্ত সেটি হল :
(a) নিরক্ষীয় জলবায়ু
(b) ক্রান্তীয় মরু জলবায়ু
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু
উত্তর: ক্রান্তীয় মরু জলবায়ু ।
প্রশ্ন:৪
মিশরের প্রধান সমুদ্র বন্দর হল :
(a) কায়রাে
(b) খার্টুম
(c) আলেকজান্দ্রিয়া
উত্তর: আলেকজান্দ্রিয়া ।
প্রশ্ন:৫
একক নদী হিসেবে পৃথিবীর দীর্ঘতম নদী হল :
(a) নীল
(b) ইয়াংসি-কিয়াং
(c) আমুর
উত্তর: নীল ।
প্রশ্ন:৬
মিশরের প্রধান ফসল হল :
(a) কার্পাস তুলাে
(b) খেজুর
(c) জলপাই
উত্তর: কার্পাস তুলাে ।
প্রশ্ন:৭
ব্লু-নীল নদীটি হােয়াইট নীল নদীর সঙ্গে মিলিত হয়েছে :
(a) সুদানের ওয়াদি হালফা শহরের কাছে
(b) মালাকল শহরের কাছে
(c) খার্টুম শহরের কাছে
উত্তর: খার্টুম শহরের কাছে ।
প্রশ্ন:৮
নীলনদ পতিত হয়েছে :
(a) ভূমধ্যসাগরে
(b) আরব সাগরে
(c) লােহিত সাগরে
উত্তর: ভূমধ্যসাগরে ।
প্রশ্ন:৯
হােয়াইট নীল নদীটি উৎপন্ন হয়েছে :
(a) ভিক্টোরিয়া হ্রদ থেকে
(b) অ্যালবার্ট হ্রদ থেকে
(c) বুরুন্ডির পার্বত্যভূমি থেকে
উত্তর: বুরুন্ডির পার্বত্যভূমি থেকে ।
প্রশ্ন:১০
উৎপন্ন হওয়ার পর নীলনদের মিলিত প্রবাহ মিশরের মরুভূমির ওপর দিয়ে :
(a) উত্তর থেকে দক্ষিণে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে
(b) দক্ষিণ থেকে উত্তরে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে
(c) পূর্ব থেকে পশ্চিমে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে
উত্তর: দক্ষিণ থেকে উত্তরে বহুদূর প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
👉নীলনদ - সেট ২[NEXT]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Comments
Post a Comment