বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করে—
(a) আইন
(b) কর্তব্য
(c) প্রথা
(d) রীতিনীতি
ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করে—
(a) আইন
(b) কর্তব্য
(c) প্রথা
(d) রীতিনীতি
উত্তর: A
✔️প্রশ্ন:২
“স্বাধীনতা অধিকারের ফল”—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) লক্
(c) রুশাে
(d) হবহাউস
উত্তর: A
✔️প্রশ্ন:৩
গণতন্ত্রকে ‘স্বাধীনতার প্রত্যক্ষ বিরােধী’ বলে মনে করতেন—
(a) লেকি
(b) স্পেন্সার
(c) হায়েক
(d) নজিক
উত্তর: A
✔️প্রশ্ন:৪
ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নং ধারায় ?
(a) ১৪
(b) ১৯
(c) ১৫
(d) ১৬
উত্তর: A
✔️প্রশ্ন:৫
‘সংশােধনমূলক ন্যায়’-এর কথা বলেন—
(a) হ্যারল্ড পটার
(b) হ্যারল্ড ল্যাস্কি
(c) অ্যারিস্টটল
(d) প্লেটো
উত্তর: C
✔️প্রশ্ন:৬
“ন্যায় হল একটি সামাজিক বাস্তবতা”—কে বলেছেন ?
(a) বেত্থাম
(b) বার্কার
(c) নজিক
(d) রলস্
উত্তর: B
✔️প্রশ্ন:৭
“আইন বৈধ বলেই তা মান্য করা হয় না,আইন মান্য করা হয় তার মূল্য আছে বলেই”—কে বলেছেন ?
(a) আর্নেস্ট বার্কার
(b) হবস
(c) গ্রিন
(d) মিল
উত্তর: A
✔️প্রশ্ন:৮
“আইন সমাজজীবনের প্রতিচ্ছবি এবং সক্রিয় শক্তি।”—কে বলেছেন ?
(a) উইলসন
(b) ম্যাকাইভার
(c) হল্যান্ড
(d) অস্টিন
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম—
(a) কেন্দ্র
(b) কেন্দ্র নয়
(c) উৎস
(d) উৎস নয়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
স্বাধীনতার ধারণাটির উদ্ভব ঘটে কোন্ শহরে ?
(a) ফ্রান্স
(b) এথেন্স
(c) রােম
(d) স্পার্টা
উত্তর: B
******************************************************
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ১[PREV]
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৩[NEXT]
******************************************************

Comments
Post a Comment