নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করে—
(a) আইন
(b) কর্তব্য
(c) প্রথা
(d) রীতিনীতি
ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করে—
(a) আইন
(b) কর্তব্য
(c) প্রথা
(d) রীতিনীতি
উত্তর: A
✔️প্রশ্ন:২
“স্বাধীনতা অধিকারের ফল”—কে বলেছেন ?
(a) ল্যাস্কি
(b) লক্
(c) রুশাে
(d) হবহাউস
উত্তর: A
✔️প্রশ্ন:৩
গণতন্ত্রকে ‘স্বাধীনতার প্রত্যক্ষ বিরােধী’ বলে মনে করতেন—
(a) লেকি
(b) স্পেন্সার
(c) হায়েক
(d) নজিক
উত্তর: A
✔️প্রশ্ন:৪
ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নং ধারায় ?
(a) ১৪
(b) ১৯
(c) ১৫
(d) ১৬
উত্তর: A
✔️প্রশ্ন:৫
‘সংশােধনমূলক ন্যায়’-এর কথা বলেন—
(a) হ্যারল্ড পটার
(b) হ্যারল্ড ল্যাস্কি
(c) অ্যারিস্টটল
(d) প্লেটো
উত্তর: C
✔️প্রশ্ন:৬
“ন্যায় হল একটি সামাজিক বাস্তবতা”—কে বলেছেন ?
(a) বেত্থাম
(b) বার্কার
(c) নজিক
(d) রলস্
উত্তর: B
✔️প্রশ্ন:৭
“আইন বৈধ বলেই তা মান্য করা হয় না,আইন মান্য করা হয় তার মূল্য আছে বলেই”—কে বলেছেন ?
(a) আর্নেস্ট বার্কার
(b) হবস
(c) গ্রিন
(d) মিল
উত্তর: A
✔️প্রশ্ন:৮
“আইন সমাজজীবনের প্রতিচ্ছবি এবং সক্রিয় শক্তি।”—কে বলেছেন ?
(a) উইলসন
(b) ম্যাকাইভার
(c) হল্যান্ড
(d) অস্টিন
উত্তর: A
✔️প্রশ্ন:৯
প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম—
(a) কেন্দ্র
(b) কেন্দ্র নয়
(c) উৎস
(d) উৎস নয়
উত্তর: C
✔️প্রশ্ন:১০
স্বাধীনতার ধারণাটির উদ্ভব ঘটে কোন্ শহরে ?
(a) ফ্রান্স
(b) এথেন্স
(c) রােম
(d) স্পার্টা
উত্তর: B
******************************************************
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ১[PREV]
আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৩[NEXT]
******************************************************
Comments
Post a Comment